তৃণমূলের ব্লক পার্টি অফিস থেকে কম্বল বিতরণ
অতনু হাজরা, জামালপুর : গত দু'দিন শীতের প্রকোপ বেড়েছে বঙ্গে। এই শীতের মরশুমে পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিস থেকে রবিবার বিধায়ক কোটায় প্রায় ৬০০ পিস কম্বল বিততৃণমূলেররণ করা হলো। ব্লক পার্টি অফিসে ১৩ টি অঞ্চলের নেতৃত্বদের নিয়ে মিটিং করে তাদের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়। প্রতিটি অঞ্চল নেতৃত্ব তাঁদের নিজের অঞ্চলের অসহায় মানুষদের হাতে এই কম্বল তুলে দেবেন। বিধায়ক অলক কুমার মাঝি বলেন, তাঁদের সরকার শুধু মানুষকে কথা দেন না কথা রেখে মানুষের পাশে থাকেন। তাঁর বিধায়ক কোটা থেকে আজ কম্বল বিতরণ করা হলো। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন বিধায়কের পক্ষ থেকে ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে আজ অসহায় মানুষদের জন্য ৬০০ কম্বল বিতরণ করা হয়। জামালপুরের মানুষ যেমন বিধায়ককে ভোট দিয়ে জিতিয়েছেন তাই বিধায়কও তাঁদের পাশে সর্বদা আছেন।