তৃণমূলের ব্লক পার্টি অফিস থেকে কম্বল বিতরণ

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

তৃণমূলের ব্লক পার্টি অফিস থেকে কম্বল বিতরণ


 

তৃণমূলের ব্লক পার্টি অফিস থেকে কম্বল বিতরণ


অতনু হাজরা, জামালপুর : গত দু'দিন শীতের প্রকোপ বেড়েছে বঙ্গে। এই শীতের মরশুমে পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিস থেকে রবিবার বিধায়ক কোটায় প্রায় ৬০০ পিস কম্বল বিততৃণমূলেররণ করা হলো। ব্লক পার্টি অফিসে ১৩ টি অঞ্চলের নেতৃত্বদের নিয়ে মিটিং করে তাদের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়। প্রতিটি অঞ্চল নেতৃত্ব তাঁদের নিজের অঞ্চলের অসহায় মানুষদের হাতে এই কম্বল তুলে দেবেন। বিধায়ক অলক কুমার মাঝি বলেন, তাঁদের সরকার শুধু মানুষকে কথা দেন না কথা রেখে মানুষের পাশে থাকেন। তাঁর বিধায়ক কোটা থেকে আজ কম্বল বিতরণ করা হলো। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন বিধায়কের পক্ষ থেকে ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে আজ অসহায় মানুষদের জন্য ৬০০ কম্বল বিতরণ করা হয়। জামালপুরের মানুষ যেমন বিধায়ককে ভোট দিয়ে জিতিয়েছেন তাই বিধায়কও তাঁদের পাশে সর্বদা আছেন

Post a Comment

0 Comments