Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উপপ্রধানের অভিনব চাষাবাদের ভূয়ষী প্রশংসা করে গেলেন কলকাতার ডেপুটি মেয়র অথীন ঘোষ


 

উপপ্রধানের অভিনব চাষাবাদের ভূয়ষী প্রশংসা করে গেলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ


অতনু হাজরা, জামালপুর : জামালপুর ব্লকের নতুন প্রজন্মের কৃষকদের দিশা দেখাতে নিজের চার ফসলা জমিতে ড্রাগন ফলের চাষ করেছেন জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল। আসলে প্রথাগত ধান, আলু এবং সবজি চাষের বাইরেও যে লাভজনক চাষাবাদ রয়েছে সেটা অনেকেরই অজানা। তাছাড়া জানলেও কেউ ঝুঁকি নিতে চান না। কিন্তু জামালপুরে উর্বর জমিতে ধান, আলু বাদ দিয়ে ড্রাগন ফলের চাষে এগিয়ে এলেন সাহাবুদ্দিন মন্ডল। আজ সেই ড্রাগন ফলের বাগান পরিদর্শন করলেন কলকাতার ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ।

সাহাবুদ্দিনের অভিনব এই চাষাবাদের উদ্যোগ আগেই সাড়া ফেলেছিল রাজ্যজুড়ে। সংবাদ প্রভাতী ডিজিটাল পেজেও ছবি সহ খবর হয়েছিল। এবার সেই ড্রাগন ফলের বাগান পরিদর্শন করলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ। বর্ধমান শহরে একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে অভিনব এই বাগিচা পরিদর্শন করলেন বিধায়ক অতীন ঘোষ। বাগান ঘুরিয়ে দেখালেন উদ্যোক্তা তথা জামালপুর ১ গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল। বাগান ঘুরে দেখার পাশাপাশি গাছ থেকে ফল পেড়ে খেলেন বিধায়ক। পাশাপাশি জামালপুর ব্লকের তরুন নেতা সাহাবুদ্দিন মন্ডলের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ।