উপপ্রধানের অভিনব চাষাবাদের ভূয়ষী প্রশংসা করে গেলেন কলকাতার ডেপুটি মেয়র অথীন ঘোষ

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

উপপ্রধানের অভিনব চাষাবাদের ভূয়ষী প্রশংসা করে গেলেন কলকাতার ডেপুটি মেয়র অথীন ঘোষ


 

উপপ্রধানের অভিনব চাষাবাদের ভূয়ষী প্রশংসা করে গেলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ


অতনু হাজরা, জামালপুর : জামালপুর ব্লকের নতুন প্রজন্মের কৃষকদের দিশা দেখাতে নিজের চার ফসলা জমিতে ড্রাগন ফলের চাষ করেছেন জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল। আসলে প্রথাগত ধান, আলু এবং সবজি চাষের বাইরেও যে লাভজনক চাষাবাদ রয়েছে সেটা অনেকেরই অজানা। তাছাড়া জানলেও কেউ ঝুঁকি নিতে চান না। কিন্তু জামালপুরে উর্বর জমিতে ধান, আলু বাদ দিয়ে ড্রাগন ফলের চাষে এগিয়ে এলেন সাহাবুদ্দিন মন্ডল। আজ সেই ড্রাগন ফলের বাগান পরিদর্শন করলেন কলকাতার ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ।

সাহাবুদ্দিনের অভিনব এই চাষাবাদের উদ্যোগ আগেই সাড়া ফেলেছিল রাজ্যজুড়ে। সংবাদ প্রভাতী ডিজিটাল পেজেও ছবি সহ খবর হয়েছিল। এবার সেই ড্রাগন ফলের বাগান পরিদর্শন করলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ। বর্ধমান শহরে একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে অভিনব এই বাগিচা পরিদর্শন করলেন বিধায়ক অতীন ঘোষ। বাগান ঘুরিয়ে দেখালেন উদ্যোক্তা তথা জামালপুর ১ গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল। বাগান ঘুরে দেখার পাশাপাশি গাছ থেকে ফল পেড়ে খেলেন বিধায়ক। পাশাপাশি জামালপুর ব্লকের তরুন নেতা সাহাবুদ্দিন মন্ডলের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ। 

Post a Comment

0 Comments