Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Bharat Sanskriti Utsav রাত পোহালেই শুরু হচ্ছে ১৫ তম ভারত সংস্কৃতি উৎসব


Bharat Sanskriti Utsav 
রাত পোহালেই শুরু হচ্ছে ১৫ তম ভারত সংস্কৃতি উৎসব



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাত পোহালেই শুরু হবে ১৫ তম ভারত সংস্কৃতি উৎসব। প্রস্তুতি চূড়ান্ত। মঙ্গলবার বিকেলে টাউন হলে ভারত সংস্কৃতি উৎসব কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ডেকে উৎসব সম্পর্কে বিশদ জানানো হয়েছে। উপস্থিত ছিলেন উৎসব কমিটির যুগ্ম কার্যকরী সভাপতি তথা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, কাউন্সিলর অরূপ দাস, উৎসব কমিটির নির্দেশক শ্যামল দাস, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার, সদস্য তথা বিশিষ্ট নৃত্যশিল্পী অমৃতা দাস, শিক্ষক মনমোহন রায় সহ অন্যান্যরা। 
সাংবাদিক সম্মেলনে অরূপ দাস বলেন, ১৫ ডিসেম্বর বিকাল পাঁচটায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ। অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

ভারত সংস্কৃতি উৎসবের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার জানান, উৎসবের মূল আয়োজক 'হিন্দুস্থান আর্ট এন্ড মিউজিক সোসাইটি'। এবছর ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত সংস্কৃতি উৎসব। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এরমধ্যে ১৪ থেকে ১৮ ডিসেম্বর বর্ধমান টাউন হল এবং ময়দান সহ বর্ধমান রেলওয়ে রঙ্গমঞ্চে অনুষ্ঠান হবে। ২৩ থেকে ৩০ ডিসেম্বর কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়াম, স্কাল্পচার কোর্ট, অবনীন্দ্রনাথ গ্যালারি, আই সি সি আর, কলকাতা। এছাড়া ২৫ ডিসেম্বর হুগলি জেলায় রিষড়া ভলিবল খেলার মাঠে উৎসবের অনুষ্ঠান হবে। এই উৎসবে ভারতের ২১ রাজ্য এবং বিশ্বের ১০ টি দেশ অংশ গ্রহণ করছে।

প্রসেনজিৎ বাবু বলেন, বর্ধমানে এবছর উৎসবের বিশেষ আকর্ষণ ভারত সংস্কৃতি উৎসব পদযাত্রা। সমাজের বিশিষ্ট নাগরিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং ছাত্র-ছাত্রীরা পদযাত্রায় হাঁটবেন। বুধবার সকাল ৯টায় টাউন হল প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রার সূচনা করবেন মধ্যপ্রদেশের রাজা মান সিং তোমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সাহিত্য কুমার নাহার। 
এছাড়া এবারের ভারত সংস্কৃতি উৎসব হলো ১৫ তম সর্বভারতীয় শাস্ত্রীয় সংগীত শাস্ত্রীয় নৃত্য আঞ্চলিক নৃত্য প্রতিযোগিতা ভারতীয় সংগীত ও নৃত্যের উৎসব। ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বর্ধমানের টাউন হল অডিটোরিয়াম, টাউন হল ময়দানে এবং বর্ধমান রেলওয়ে রঙ্গমঞ্চে  সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি'র বর্ধমান শহরের খ্যাতনামা শিল্পী এবং তাদের টিম অনুষ্ঠান পরিবেশন করবেন। এছাড়াও বিভিন্ন বিষয়ে থাকছে আলোচনার অনুষ্ঠান।  
উৎসব কমিটির নির্দেশক শ্যামল দাস বলেন, এই বৃহৎ সাংস্কৃতিক কর্মযজ্ঞে সাংবাদিক বন্ধুরা বিগত বছরগুলোর মতোই প্রচারের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সব মিলিয়ে এবারের ভারত সংস্কৃতি উৎসব বেশ জমজমাট হবে বলেই তারা আশাবাদী।