Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Agni V missile সাঁঝের আকাশে রহস্যময় তীর্যক আলোর ঝলকানি, জনমানসে চাঞ্চল্য


 

Agni V missile 

সাঁঝের আকাশে রহস্যময় তীর্যক আলোর ঝলকানি, জনমানসে চাঞ্চল্য 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাঁঝের আকাশে রহস্যময় আলোর ঝলকানি। যা দেখেই জনমানসে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। সন্ধ্যার আকাশে একটি তীর্যক আলোর ছটা দেখতে পাওয়া যায়। কেউ কেউ এই আলো দেখে প্রথমে ভয় পেয়ে যায়। অনেকেই আবার উল্কাপাত বলে মনে করেন। অজানা আলোর উপস্থিতি ঘিরে বিভিন্ন মহলে রীতিমত চর্চা শুরু হয়ে যায়। অনেকেই অনেক রকম বিষয় তুলে ধরেন। যদিও কিছু সময় পরেই সমস্ত জল্পনা কল্পনার অবসান হয়।

জানা গিয়েছে, ওড়িশার চাঁদিপুর থেকে অগ্নি-৫ (Agni-V) ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে ডিআরডিও। তা থেকেই আলো দেখা যায় আকাশে। যদিও ডিআরডিও-র তরফে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে অফিসিয়ালি এখনও কিছু জানা যায়নি। অগ্নি-৫ ডিআরডিও'র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র। যা কিনা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ৫ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। এর মধ্যে যেকোনও লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে এই ক্ষেপণাস্ত্র।