Agni V missile সাঁঝের আকাশে রহস্যময় তীর্যক আলোর ঝলকানি, জনমানসে চাঞ্চল্য

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

Agni V missile সাঁঝের আকাশে রহস্যময় তীর্যক আলোর ঝলকানি, জনমানসে চাঞ্চল্য


 

Agni V missile 

সাঁঝের আকাশে রহস্যময় তীর্যক আলোর ঝলকানি, জনমানসে চাঞ্চল্য 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাঁঝের আকাশে রহস্যময় আলোর ঝলকানি। যা দেখেই জনমানসে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। সন্ধ্যার আকাশে একটি তীর্যক আলোর ছটা দেখতে পাওয়া যায়। কেউ কেউ এই আলো দেখে প্রথমে ভয় পেয়ে যায়। অনেকেই আবার উল্কাপাত বলে মনে করেন। অজানা আলোর উপস্থিতি ঘিরে বিভিন্ন মহলে রীতিমত চর্চা শুরু হয়ে যায়। অনেকেই অনেক রকম বিষয় তুলে ধরেন। যদিও কিছু সময় পরেই সমস্ত জল্পনা কল্পনার অবসান হয়।

জানা গিয়েছে, ওড়িশার চাঁদিপুর থেকে অগ্নি-৫ (Agni-V) ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে ডিআরডিও। তা থেকেই আলো দেখা যায় আকাশে। যদিও ডিআরডিও-র তরফে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে অফিসিয়ালি এখনও কিছু জানা যায়নি। অগ্নি-৫ ডিআরডিও'র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র। যা কিনা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ৫ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। এর মধ্যে যেকোনও লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে এই ক্ষেপণাস্ত্র।

Post a Comment

0 Comments