Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Agni V missile সাঁঝের আকাশে রহস্যময় তীর্যক আলোর ঝলকানি, জনমানসে চাঞ্চল্য


 

Agni V missile 

সাঁঝের আকাশে রহস্যময় তীর্যক আলোর ঝলকানি, জনমানসে চাঞ্চল্য 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাঁঝের আকাশে রহস্যময় আলোর ঝলকানি। যা দেখেই জনমানসে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। সন্ধ্যার আকাশে একটি তীর্যক আলোর ছটা দেখতে পাওয়া যায়। কেউ কেউ এই আলো দেখে প্রথমে ভয় পেয়ে যায়। অনেকেই আবার উল্কাপাত বলে মনে করেন। অজানা আলোর উপস্থিতি ঘিরে বিভিন্ন মহলে রীতিমত চর্চা শুরু হয়ে যায়। অনেকেই অনেক রকম বিষয় তুলে ধরেন। যদিও কিছু সময় পরেই সমস্ত জল্পনা কল্পনার অবসান হয়।

জানা গিয়েছে, ওড়িশার চাঁদিপুর থেকে অগ্নি-৫ (Agni-V) ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে ডিআরডিও। তা থেকেই আলো দেখা যায় আকাশে। যদিও ডিআরডিও-র তরফে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে অফিসিয়ালি এখনও কিছু জানা যায়নি। অগ্নি-৫ ডিআরডিও'র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র। যা কিনা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ৫ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। এর মধ্যে যেকোনও লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে এই ক্ষেপণাস্ত্র।