চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

Indian Journalists' Association সাংবাদিকদের আনন্দঘন মিলন উৎসব



Indian Journalists' Association 
সাংবাদিকদের আনন্দঘন মিলন উৎসব

অভিরূপ আচার্য, বর্ধমান : ইণ্ডিয়ান জার্নালিস্টস্ অ্যাসোসিয়েশন এর পূর্ব বর্ধমান জেলা শাখার ব্যবস্থাপনায় ১৩ নভেম্বর একদিনের আনন্দঘন মিলন উৎসব-এর আয়োজন করা হয়েছিল। বর্ধমান হাউস অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়িকা শম্পা ধাড়া, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সেলভা কুমারস্বামী সাবানায়কন, সহ সভাপতি তারকনাথ রায়, সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত, সম্পাদক দেবাশীষ দাস, আইজেএ শুভানুধ্যায়ী অমিত সিং প্রমুখ। অতিথিদের সম্মাননা জ্ঞাপনের পাশাপাশি সদস্য পরিবারের ছেলে- মেয়েদের মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ উচ্চ শিক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা জানানো হয়। কথায়, কবিতায়, নাচে-গানে ভাব বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জী।

এদিনের মিলন উৎসবের সূচনা হয় বর্ধমান ছন্দম এর শিল্পীদের পরিবেশিত নৃত্যানুষ্ঠানের মাধ্যমে। ডাঃ মেহবুব হাসানের পরিচালনায় ছন্দমের নৃত্যানুষ্ঠান ছিল বেশ মনোগ্রাহী। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের স্মারক মেমেন্টো দিয়ে সম্মাননা জানানো হয়। সকলকে স্বাগত জানান ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ লাহা।

সদস্য পরিবারের ছেলে- মেয়েদের মধ্যে ২০২২ সালে স্নাতক, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সৃজা সাধু, জৈমিনি ভৌমিক, শুভদীপ মন্ডল, বর্ষা দত্ত, অগ্নিভ সাহা এবং স্নেহা চৌধুরী-কে শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সভাধিপতি শম্পা ধাড়া, বিধায়ক খোকন দাস, আইসি সুখময় চক্রবর্তী সহ অতিথিদের সকলেই ভাব বিনিময়ের বক্তব্যে এই ধরনের মিলন উৎসব আয়োজনের সুখ্যাতি করেন। সারা বছরের কাজে দৌড়ঝাঁপের মাঝে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। বক্তব্য রাখেন ইন্ডিয়ান জার্নালিস্টস্  অ্যাসোসিয়েশনের সভাপতি সেলভা কুমারস্বামী সাবানায়কন সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত, সম্পাদক দেবাশীষ দাস প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে কবিতা, নৃত্য, গীত ও ছন্দে জমে ওঠে। শিশু শিল্পী প্রাপ্তি রায় এর নৃত্য ও আবৃত্তি পরিবেশনা, সৃজা ব্যানার্জী, জয়তী ভৌমিক পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান শ্রোতৃমন্ডলীর প্রশংসা পেয়েছে। সৃজার সঙ্গীতানুষ্ঠানে গীটারে সহযোগিতা করেছে অনুজা ব্যানার্জী। 

এছাড়াও সাংস্কৃতিক পর্বে অংশ গ্রহণ করেছে শ্যামা প্রসাদ চৌধুরী, অতনু হাজরা, জয়েন্দ্র ভৌমিক, উদিত সিংহ,  ঝিলিক মুখার্জী, সুইটি প্যাটেল, আমিনুর রহমান সহ অন্যান্যদের পরিবেশনা সকলের ভালো লেগেছে। 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইজেএ'র রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক।