Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Consumer protection ক্রেতা সুরক্ষা বিষয়ে সেমিনার জামালপুরে

 


Consumer protection ক্রেতা সুরক্ষা বিষয়ে সেমিনার জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে লায়ন্স ক্লাব অফ জামালপুর ও বীরহাটা কনজিউমার অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে যৌথ ভাবে লায়ন্স ক্লাবের সেমিনার হলে কনজিউমার প্রোটেকশন অ্যান্ড ফুড সেফটি'র উপর একটি সেমিনারের আয়োজন করা হয়। যেখানে ক্রেতাদের সচেতন করা হয়। এই সেমিনারে অতিথি ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ প্রসেনজিৎ বটব্যাল, রাজ্য ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারপতি ও হাই কোর্টের অ্যাডভোকেট মৃদুলা রায়, জেলা কনজিউমার অফিসার অরূপ নন্দী, বীরহাটা কনজিউমার অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক কাজী মহম্মদ রফিক সহ অন্যান্যরা। ডাক্তার বাবু উপস্থিত মানুষদের খাদ্যাভ্যাস সঠিক হওয়ার কথা বলেন, যাতে করে ওষুধ খাবার প্রয়োজনই না পড়ে।

 আলোচনার বিষয়ের উপর সুন্দর একটি তরজা উপস্থাপন করেন মহম্মদ আরিফ ও নুরীয়াল হক। আইনজীবী মৃদুলা রায় উপস্থিত সকলের সামনে ক্রেতা সুরক্ষা বিষয়ে আইনি দিক গুলি তুলে ধরেন ও সকলের প্রশ্নের আইনি ব্যাখ্যা দেন। ক্রেতারা জিনিস যখন কিনবেন তখন রশিদ অবশ্যই নেবেন। যাতে কোনও সমস্যায় আইনি সুবিধা পেতে অসুবিধা না হয়। এছাড়াও অভিযোগ করবেন না মামলা যাঁরা করবেন তাঁরা যেনো ভালো উকিলের কাছ থেকে সঠিক বয়ানে সব দিক খেয়াল রেখে কেস ফাইল করতে হবে। 

প্রত্যেক ক্রেতাকে সচেতন করার জন্য বিশেষ করে মেডিকেল নেগলিজেন্স নিয়ে সচেতন করেন। মানুষ সচেতন হলে তাঁরা ঠকবেনও কম। কোনো অসুবিধা হলে সকলকেই ক্রেতা সুরক্ষায় যোগযোগ করতে বলেন। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে অরূপ রায় ক্লাব বর্তমানে কি কি পরিষেবা দিচ্ছে সেটা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। আজকের এই সেমিনারের সমাজের সকল স্তরের মানুষ চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী ব্লকের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।