Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উপস্থিত বুদ্ধির জোরে বড়সড় দুর্ঘটনা আটকে দিল ট্যাঙ্কার চালক


 

উপস্থিত বুদ্ধির জোরে বড়সড় দুর্ঘটনা আটকে দিল ট্যাঙ্কার চালক


কাজল মিত্র, আসানসোল : উপস্থিত বুদ্ধির জোরে বড়সড় দুর্ঘটনা আটকে দিল ট্যাঙ্কার চালক। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত জাতীয় সড়কের বাইপাসের উপর ডুবুর ডিহির ঘটনা। শুক্রবার রাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই একটি ট্যাঙ্কার ঝাড়খন্ডের গাড়োয়া থেকে কলকাতার উদ্যেশে যাওয়ার পথে আসানসোলের কুলটিথানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত দু'নম্বর জাতীয় সড়ক বাইপাসের উপর পশ্চিম বাংলা ও ঝাড়খন্ড সীমান্ত ডুবুডিহি চেকপোষ্টের ঠিক কাছে ট্যাঙ্কারের চালক লক্ষ্য করে যে ট্যাঙ্কারটি থেকে অ্যাসিড লিক করছে ।এরপর ওই ট্যাঙ্কার এর চালক তড়িঘড়ি দুনম্বর বাইপাস জাতীয় সড়ক থেকে হাইড্রোকোলোরিক অ্যাসিড বোঝাই ট্যাঙ্কারটি চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত দামাগড়িয়া রেল ব্রিজের নিচে ফাঁকা জায়গায় দাড়করিয়ে দেয় এবং প্রচন্ড পরিমানে অ্যাসিড বেরোতে থাকে ফলে আশেপাশে ধোঁয়ায় ভরে যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক অলকেশ ব্যানার্জী নিজে এসে উপস্থিত হয় এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল ও চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক একযোগে প্রচেষ্টা চালায়। যদিও অ্যাসিডের ধোঁয়া ও ঝাঁজালো গন্ধ বের হওয়ার ফলে অসুবিধার সম্মুখীন হয়। তবু চেষ্টা চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত হাইড্রোকোলোরিক অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার থেকে অ্যাসিড খালি করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।তবে চালকের উপস্থিত বুদ্ধির জোরেই অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় বলে খবর।