Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রক্তদান শিবির আয়োজনে 'সাহায্যের হাত'


 

রক্তদান শিবির আয়োজনে 'সাহায্যের হাত'


অতনু হাজরা, সাদিপুর : গুরু নানকের জন্মদিনের পূণ্যতিথিতে রক্তদান শিবিরের আয়োজন করলো জামালপুরের সাদীপুর এর ' সাহায্যের হাত ' নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার কনকপুর প্রাথমিক বিদ্যালয়ে এই রক্তদান শিবির আয়োজিত হয়। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান হাসনারা বেগম, সঞ্চালক সাহাবুদ্দিন শেখ ওরফে দানি, সংগঠনের সভাপতি অমিত কুমার মন্ডল, সম্পাদক দেবাশীষ ব্যানার্জী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। 

 অন্যান্য কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাও যেমন ইচ্ছে, পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি, সংগঠন এর প্রতিনিধিরা আমন্ত্রিত হয়ে এসেছিলেন। সংস্থার সভাপতি অমিত কুমার মন্ডল জানান এই কর্মসূচির সাথে সাথেই তাঁরা বাড়ি বাড়ি গিয়ে অব্যবহার্য প্লাস্টিক সংগ্রহ করে নিয়ে আসেন যাতে পরিবেশে প্লাস্টিক দূষণ কম হয়।

এটি একটি সময়োপযোগী কাজ। যা তারা শুরু করেছেন বলে তিনি জানান। স্থানীয় ১০ টি গ্রাম থেকে ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া শহীদ শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের হাতে। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ ও শংসাপত্র তুলে দেওয়া হয়। এরই সাথে পরিবেশ রক্ষার বার্তা দিতে ওই প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়।