Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কৃষকদের স্বার্থে ভারতীয় জনতা কিষাণ মোর্চার ডেপুটেশন


 

কৃষকদের স্বার্থে ভারতীয় জনতা কিষাণ মোর্চার ডেপুটেশন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কৃষকদের স্বার্থে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার পক্ষ থেকে আজ জেলার সমস্ত ব্লক কৃষি দপ্তরে ডেপুটেশন দেওয়া হল। খণ্ডঘোষ ব্লকের সগরাই ব্লক কৃষি দপ্তরে সারের কালোবাজারি, যথার্থ সেচ ব্যবস্থা না থাকা ও কৃষকের ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার বিরুদ্ধে খন্ডঘোষ ব্লকের কিষাণ মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।

উপস্থিত ছিলেন খন্ডঘোষ বিধানসভার অবজারভার খোকন সেন, খন্ডঘোষ ব্লকের কিষাণ মোর্চার নেতা কৌশিক দত্ত, জেলার দুই সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র ও মানিক রায়, জেলা যুব মোর্চার সভাপতি পিন্টু সাম, জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা শম্পা মাথুর, জেলা ওবিসি মোর্চার সম্পাদক চাঁদ ঘোষ ও তিনটি মন্ডলের সভাপতি ও অন্যান্য কার্যকর্তাবৃন্দ।