Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্কুল বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে সোচ্চার কংগ্রেসীরা


 

স্কুল বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে সোচ্চার কংগ্রেসীরা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানে প্রাথমিক বিদ্যালয় ভেঙে গুড়ি দেওয়ার প্রতিবাদে গর্জে উঠলো পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস। বর্ধমান ২ নম্বর শাঁখারিপুকুর এলাকায় বেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়টি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে সরব হয়ে উঠেছে কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। বুধবার জেলা কংগ্রেস নেতৃত্ব কোর্ট কম্পাউন্ডে নেতাজী মূর্তির পাদদেশে জমায়েত হয়। এরপর মিছিল করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখায়। কংগ্রেস নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন গৌরব সমাদ্দার সহ বুলবুল আহমেদ, হীরণময় কোনার, জুলফিকার আলি, মিঠুন সরকার, মহঃ আজিজ খান, অতনু বড়াল এবং অন্যান্যরা।

জেলা যুব নেতা গৌরব সমাদ্দার বলেন, বর্ধমান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অধীনে ২ নং শাঁখারিপুকুর এলাকায় অবস্থিত শাঁখারিপুকুর বেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। যা শাসক দলের অঙ্গুলি হেলনে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। যদিও বিদ্যালয়টিতে পড়াশোনা হতো না। তবে সম্পত্তিটি প্রাথমিক বিদ্যালয় সংসদের অন্তর্গত। গত ২৫ নভেম্বর বুলডোজার দিয়ে বিদ্যালয়টি ভেঙ্গে ফেলা হয়। কারা এই কাজ করেছে এবং এই অবৈধ কার্যকলাপের পিছনে তাদের উদ্দেশ্য কি? বিভিন্ন মহল থেকে এটা সামনে আসছে যে আশেপাশের ক্লাব জড়িত থাকতে পারে এবং হঠাৎ করেই ক্ষমতাসীন দলের সহায়তায় ছাড়া এই কার্যক্রম করা অসম্ভব। 

তাই আমাদের দাবি আসল ঘটনা উদঘাটন করা হোক এবং এই বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক। তিনি আরও বলেন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আমরা পূর্ব বর্ধমানের জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আশা করছি প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবে।