আট দিবসীয় ফুটবল প্রতিযোগিতা, প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার
কাজল মিত্র, আসানসোল : বারাবানী ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে রবিবার বারাবনী থানার অন্তর্গত পানুরিয়া পঞ্চায়েতের পানুরিয়া ফুটবল ময়দানে মানিক উপাধ্যায় মেমোরিয়াল ও পাপু উপাধ্যায় কাপ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী খেলার সূচনা হয়ে গেল।বারাবনি ব্লকের পানুড়িয়া ফুটবল গ্রাউন্ডে রাজ্য স্তরীয় ১৩ তম বর্ষের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, বারাবনি ব্লক উন্নয়ন আধিকারিক পার্থপ্রতিম সরকার, বারাবনি থানা ইনচার্জ মনোরঞ্জন মন্ডল।
আট দিবাসীয় এই খেলায় প্রধান অতিথিরা তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করে স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায় এর প্রতিকৃতিতে মাল্যদান করেন একই সাথে খেলার মাঠে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সেরে বেলুন উড়িয়ে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ফুটবলে লাথিমেরে খেলার সূচনা করেন। প্রথম দিনের খেলায় বিএসএস স্পোর্টিং ক্লাব কলকাতা বনাম ইউনাইটেড স্পোটিং ক্লাব কলকাতা'র মধ্যে খেলা হয়। এই খেলার প্রধান উদ্যোক্তা বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ জানান, ১৩ তম বর্ষের এই খেলাটি আট দিনের খেলা। যার ফাইনাল এর দিনে উপস্থিত থাকবেন চলচিত্র জগতের খ্যাতনামা নায়িকা পূজা বোস চ্যাটার্জী।
তাছাড়া খেলার বিশেষ আকর্ষণ পুরস্কার হিসেবে জয়ী দলকে ১ লক্ষ টাকা এবং পরাজিত দলকে ৭৫ হাজার টাকা প্রদান করা হবে। এদিন খেলার মাঠে দর্শকদের ভীড় ছিল দেখার মত। প্রধান অতিথি ছাড়াও খেলায় উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউড়ি, জিলা পরিষদের কর্মাধ্যক্ষ পূজা মাণ্ডি, জাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত, পানুড়িয়া পঞ্চায়েতের প্রধান রাজেশ হাঁসদা, উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, ইন্দ্রজিৎ সিংহ, মাধব তেওয়ারী সহ আরো অনেকে।