জেল থেকে পলাতক আসামীকে গ্রেপ্তার করলো ফাঁড়ির পুলিশ

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জেল থেকে পলাতক আসামীকে গ্রেপ্তার করলো ফাঁড়ির পুলিশ


 

জেল থেকে পলাতক আসামীকে গ্রেপ্তার করলো ফাঁড়ির পুলিশ


কাজল মিত্র, আসানসোল : একদিকে যেমন এক থানা এলাকার জেল থেকে পুলিশের গাফিলতির কারনে অভিযুক্ত পালিয়ে গেছে অন্যদিকে আবার পুলিশ এর তৎপরতার ফলেই সেই অভিযুক্ত ধরা পড়েছে । 

জানা গেছে কিছুদিন আগে দুর্গাপুর এনটিপিএস থানায় 22/07/2022 তারিখ 107/22 ধারার মামলায় সাহিবুদ্দিন ওরফে সোনু কে জামুড়িয়া থানার শ্রীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু সেই অভিযুক্ত 24/07/2022 তারিখ কোনভাবে দুর্গাপুর জেল থেকে পালাতে সক্ষম হয়। অভিযুক্ত আসামীর জেল থেকে পালিয়ে যাবার খবর সমস্ত থানা ও ফাঁড়িতে দেওয়া হয়। শুরু হয় সমস্ত চেকপোস্ট গুলিতে তল্লাশি অভিযান। তবে নিয়ামতপুর ফাঁড়ির অখিলেশ মুখার্জীর নেতৃত্বে পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে আজ 5/11/22 তারিখ শনিবার কুলটি থানা এলাকার নিয়ামতপুর ফাঁড়ির বাজার এলাকা থেকে ওই আসামীকে গ্রেপ্তার করে।

জানা যায় এর আগেও ওই আসামীকে কুলটি থানায় 19 /01/2017 সালে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

Post a Comment

0 Comments