ব্লক প্রাণী দপ্তরের মুরগীর বাচ্চা বিতরণ
অতনু হাজরা, জামালপুর : প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য সারা বছর নিরবিচ্ছিন্ন ভাবে গরু, ছাগল, হাঁস ও মুরগির বাচ্ছা, চারামাছ বিতরণ করা হয়। পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক প্রাণী দপ্তর মুরগির বাচ্চা বিলি করলো বুধবার। পঞ্চায়েত সমিতির স্থায়ী মঞ্চের কাছ থেকে বিলি করা হয়। ব্লকের ১৩ টি অঞ্চল আছে, ১৩ টি অঞ্চলে এগুলো বিলি করা হবে। এদিন শুরু করা হয় বেরুগ্রাম এবং চকদিঘী এই দুটি অঞ্চলকে দিয়ে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, প্রাণী সম্পদ দপ্তরের কর্মধ্যক্ষ সুনীল ধাড়া, ব্লক প্রাণী সম্পদ আধিকারিক সনাতন ভুঁই সহ অন্যান্যরা। স্বয়ম্ভর গোষ্ঠীর মাধ্যমে এই মুরগি বাচ্চা গুলি বিলি করা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন, মুখ্যমন্ত্রী সব সময়ই সাধারণ মানুষকে স্বনির্ভর করতে চান। আর সেই জন্যই রাজ্য জুড়ে প্রাণী দপ্তরের মাধ্যমে হাঁস, মুরগী, গরু, ছাগল, মাছ বিতরণ করছেন। এগুলিকে সঠিকভাবে পালন করলে মানুষের আর্থিক সমস্যা মিটবে। এবং এরই সাথে সাথে মাংস এবং ডিমের যোগানও বজায় থাকবে।