Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালন


 

ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালন


অতনু হাজরা, জামালপুর : ৩ নভেম্বর সারা রাজ্য জুড়ে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালন করা হচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে নানা ধরনের অনুষ্ঠানও করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক কৃষি অধিকর্তা করণের পক্ষ থেকে জামালপুর পঞ্চায়েত সমিতির মিটিং হলে আজ একটি সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জয়েন্ট বিডিও অরিন্দম জানা, কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, কৃষি দপ্তরের অফিসার পল্লব দাস সহ অন্যান্যরা। আজ মূলত কৃষকদের বোঝানো হয় কেন তারা নারা পোড়াবেন না। বা নারা পোড়ানোর ক্ষতিকারক দিকগুলো কি কি, এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 এডিএ সঞ্জীবুল ইসলাম কৃষকদের উদ্দেশ্যে বলেন, নারা না পুড়িয়ে সেগুলি দিয়ে অনেক কাজ করা যায়। বোলার বা মালচার দিয়ে ধান কাটলে কুটি গুলোকে মিহি করে কেটে একদম মাটিতে মিশিয়ে দেবে। ধান কাটার পর নারা গুলো বা কুটি দিয়ে কম্পোস্ট সার বানানো যাবে। মাঠে গোবরের উপর নিচে দুটি স্তর করে মাঝে কুটি দিয়ে ১৫ দিন ত্রিপল ঢাকা দিয়ে রাখলে সেটা কম্পোস্ট সারে পরিণত হবে। 

ওই কুটি গুলো দিয়ে মাশরুম চাষ করা যাবে কিম্বা কুটি গুলো বাড়িতে খড় কাটা মেশিনে কেটে তাতে গোবর মিশিয়ে গুল বা ঘুঁটে তৈরি করে বিক্রিও করা যেতে পারে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লোনতও পাওয়া যাবে বলে তিনি জানান। চাষীরা প্রত্যেকেই উপস্থিত আধিকারিকদের আশ্বস্ত করেন যে তারা নারা পোড়াবেন না।