সাতসকালে মৃত্যুর ঘটনা
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের বেত্রাগড়ে সাত সকালেই মৃত্যুর ঘটনা। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন গণেশ মুদি নামে এক প্রৌঢ়। বয়স ৫০ বছর। বেত্রাগড় ছোট মুদি পাড়ায় বাড়ি তার। সকালে পাড়ার মানুষ বাঁধের ধারে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান।
ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ। সাতসকালে এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া বেত্রাগড়ে গ্রামে।