Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মহিলা তৃণমূলের পঞ্চায়েতী সভায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বপন দেবনাথ


 

মহিলা তৃণমূলের পঞ্চায়েতী সভায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বপন দেবনাথ 


অতনু হাজরা, জৌগ্রাম : পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পঞ্চায়েতী সভার জেলার অনুষ্ঠান হলো জামালপুরের জৌগ্রামে। এলাকার অভিনন্দন লজে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য নেতৃত্ব মালা রায়, স্মিতা বক্সী, জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধারা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, মহিলা তৃণমূলের ব্লক সভাপতি মিঠু মাঝি সহ অন্যান্যরা।

 অভিনন্দন লজে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের নিয়ে একটি আলোচনা সভার পর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সভাস্থলের কাছেই একটি আদিবাসী পাড়ায় পৌঁছে যান তাঁর পুরো টিম নিয়ে। সেখানে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে তিনি নিজে খোঁজ নেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সকলে পাচ্ছেন কিনা? কথোপকথনের মাধ্যমে তিনি যে সমস্ত অভিযোগ শোনেন তার বেশিরভাগ সমস্যায় কেন্দ্রের অনুদান বন্ধ করে দেবার জন্য।

 যেমন ১০০ দিনের কাজ বা বিভিন্ন আবাস যোজনার কাজ। এই সমস্ত সুযোগ সুবিধা থেকে রাজ্যের প্রান্তিক মানুষরা যে বঞ্চিত হচ্ছেন তা তাদের সামনে তুলে ধরেন।

 আগামী পঞ্চায়েত ভোটে মহিলা তৃণমূল কংগ্রেস কিভাবে চলবে তারও পথ নির্দেশ তিনি দিয়ে যান। হাতের কাছে মন্ত্রীকে পেয়ে স্বভাবতই খুশি এলাকার মানুষজন।