কৃষক স্বার্থে সিপিআইএমের ডেপুটেশন
অতনু হাজরা, জামালপুর : সিপিআইএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার জামালপুর ১ থানা কমিটির পক্ষ থেকে আজ সার ও আলু বীজের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে জামালপুর ব্লক অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুরের প্রাক্তন বিধায়ক সমর হাজরা, মহাদেব হালদার, মোস্তাক আহমেদ, বিজন ঘোষ সহ অন্যান্যরা। ডেপুটেশনে তারা যে দাবি জানান সেটা হলো আলু বীজ ও সারের দাম নিয়ন্ত্রণ করতে হবে, ন্যায্য দামে আলু বীজ সরবরাহ করতে হবে, কৃষকদের কাছ থেকে ন্যায্য দামে ধান কিনতে হবে, একশো দিনের কাজের বকেয়া টাকা মেটাতে হবে সহ অন্যান্য।