Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কৃষক স্বার্থে সিপিআইএমের ডেপুটেশন


 

কৃষক স্বার্থে সিপিআইএমের ডেপুটেশন 


অতনু হাজরা, জামালপুর : সিপিআইএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার জামালপুর ১ থানা কমিটির পক্ষ থেকে আজ সার ও আলু বীজের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে জামালপুর ব্লক অফিসে ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুরের প্রাক্তন বিধায়ক সমর হাজরা, মহাদেব হালদার, মোস্তাক আহমেদ, বিজন ঘোষ সহ অন্যান্যরা। ডেপুটেশনে তারা যে দাবি জানান সেটা হলো আলু বীজ ও সারের দাম নিয়ন্ত্রণ করতে হবে, ন্যায্য দামে আলু বীজ সরবরাহ করতে হবে, কৃষকদের কাছ থেকে ন্যায্য দামে ধান কিনতে হবে, একশো দিনের কাজের বকেয়া টাকা মেটাতে হবে সহ অন্যান্য।