কয়লা ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হানা, গুলিবিদ্ধ ব্যবসায়ীর পুত্র

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

কয়লা ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হানা, গুলিবিদ্ধ ব্যবসায়ীর পুত্র


 

কয়লা ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হানা, গুলিবিদ্ধ ব্যবসায়ীর পুত্র


কাজল মিত্র, আসানসোল : কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত শাঁকতোড়িয়া বাজারে কয়লা ডিও ব্যবসায়ী সুশীল আগারওয়ালের ঘরে চললো গুলি। গুলিতে গুরুতর আহত সুশীল আগারওয়ালের পুত্র সৌভিক আগারওয়াল। খবর সূত্রে জানা যায় যে গতকাল মধ্যরাত্রে তার ঘরের পিছনে থাকা রং করার বাঁশ দিয়ে তিনজনের দুষ্কৃতীর দল বাড়িতে প্রবেশ করে। বাড়ির সদস্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি ঘরে আটক করে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। 

সেই সময় তার ছোট ছেলে সৌভিক আগারওয়াল বাড়ির উপর তলায় ছিলেন, নিচে শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি নিচে নামার সময় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। গুলি গিয়ে লাগে তার পেটের বাঁ দিকে। তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সোমবার কুলটি থানার ফাঁড়ির পুলিশ সহ ডিসি ওয়েস্ট অভিষেক মোদি এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।

Post a Comment

0 Comments