Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কয়লা ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হানা, গুলিবিদ্ধ ব্যবসায়ীর পুত্র


 

কয়লা ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হানা, গুলিবিদ্ধ ব্যবসায়ীর পুত্র


কাজল মিত্র, আসানসোল : কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত শাঁকতোড়িয়া বাজারে কয়লা ডিও ব্যবসায়ী সুশীল আগারওয়ালের ঘরে চললো গুলি। গুলিতে গুরুতর আহত সুশীল আগারওয়ালের পুত্র সৌভিক আগারওয়াল। খবর সূত্রে জানা যায় যে গতকাল মধ্যরাত্রে তার ঘরের পিছনে থাকা রং করার বাঁশ দিয়ে তিনজনের দুষ্কৃতীর দল বাড়িতে প্রবেশ করে। বাড়ির সদস্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি ঘরে আটক করে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। 

সেই সময় তার ছোট ছেলে সৌভিক আগারওয়াল বাড়ির উপর তলায় ছিলেন, নিচে শব্দ শুনতে পেয়ে তড়িঘড়ি নিচে নামার সময় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। গুলি গিয়ে লাগে তার পেটের বাঁ দিকে। তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সোমবার কুলটি থানার ফাঁড়ির পুলিশ সহ ডিসি ওয়েস্ট অভিষেক মোদি এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।