Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর থানার বিরাট সাফল্য


 

জামালপুর থানার বিরাট সাফল্য


অতনু হাজরা, জামালপুর : অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। গত অক্টোবর মাসের ২৩ তারিখ রাতে জৌগ্রামের আমড়া মোড় এলাকায় এস এস মোবাইল পয়েন্ট অ্যান্ড গিফট সেন্টারে পিছন দিক ভেঙে অনেক মোবাইল সহ অন্যান্য জিনিস চুরি হয়। জামালপুর থানায় জানালে তদন্তে নামে জামালপুর থানার পুলিশ। আর তাতেই বড়সড় সাফল্য পায় তাঁরা। গতকাল রাতে অভিযান চালিয়ে হুগলির সিঙ্গুর, গুরাপ ও শ্রীরামপুর থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। আজ জামালপুর থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী জানান তদন্তে নেমে জামালপুর থানার আই সি রাকেশ সিং তাঁর টেকনিক্যাল ও অন্যান্য সোর্স কাজে লাগিয়ে পীযুষ হালদার, মৃত্যুঞ্জয় সাউ ও মানু সাঁতরা নামে তিনজনকে গ্রেপ্তার করেন। 

 প্রায় লক্ষাধিক টাকার বেশি মাল উদ্ধার হয় তাদের কাছ থেকে যার মধ্যে প্রচুর মোবাইল, ট্যাব, ল্যাপটপ, হোম থিয়েটার এগুলো আছে। মোবাইলের দোকানের চুরি যাওয়া জিনিস তো বটেই অন্যান্য অনেক জিনিস যেগুলো এখনো জানতে পারা যায়নি কোথা থেকে চুরি করেছে ওরা। সেই সম্পর্কে জানার জন্য ধৃতদের আজ আদালতে তুলে ১০ দিনের জন্য রিমান্ডে চাওয়া হয়েছে। প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরে পূর্ব বর্ধমান জেলা পুলিশ একের পর সাফল্য অর্জন করছে। চুরি যাবার সাথে সাথেই জিনিস উদ্ধার করে ফেলছেন তাঁরা। পুলিশের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ।