দেবাদিদেব মহাদেবের শিলা মূর্তি ঘিরে মানুষের কৌতূহল

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

দেবাদিদেব মহাদেবের শিলা মূর্তি ঘিরে মানুষের কৌতূহল


 

দেবাদিদেব মহাদেবের শিলা মূর্তি ঘিরে মানুষের কৌতূহল 


কাজল মিত্র, আসানসোল : মাটি ফুঁড়ে বের হলো দেবাদিদেব মহাদেবের শিলা মূর্তি। এই ঘটনার খবর পেয়ে মূর্তি দেখার জন্য কৌতুহলী মানুষরা ভিড় জমাতে শুরু করে। কেন্দুলিয়া প্রাইমারি স্কুল সংলগ্ন একটি জঙ্গলের ঘটনা। জামুরিয়া থানার কেঁদুলিয়া গ্রামের মানুষ ছাড়াও আশপাশের গ্রামের মানুষেরাও এই শিবমূর্তির দেখার জন্য ভিড় জমায়, শুরু হয় পূজা অর্চনা।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সোমবার দুপুরে জঙ্গলে কয়েক জন রাখাল গরু চরাতে গিয়ে এই দৃশ্যটি দেখতে পান। এরপরে তাঁরা গ্রামে খবর দিলে স্থানীয়রা দেখার জন্য ভিড় জমাতে থাকে। জানা গেছে যেখান থেকে এই শিবের মূর্তি বের হয়েছে দীর্ঘদিন ধরে সেখানে উইডিপি ছিল। হঠাৎ করেই কাল এই মূর্তির আবির্ভাব হয়। স্থানীয়রা জানান এই মূর্তিটিকে একটি ১১ বছরের বালক নিয়ে যাওয়ার চেষ্টা করলে মূর্তিটি ধরার সময় সেই বালক জ্ঞান হারায়। প্রায় এক ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে। এই ঘটনার পর থেকে এলাকার মানুষ পূজা অর্চনাতে মেতে ওঠে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক হরে রাম সিং।ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ। শিবমূর্তি দেখে বুঝতে পারা যায় বহু প্রাচীন। এখানে শিব মন্দির করার কথা জানান স্থানীয়রা।

Post a Comment

0 Comments