Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দেবাদিদেব মহাদেবের শিলা মূর্তি ঘিরে মানুষের কৌতূহল


 

দেবাদিদেব মহাদেবের শিলা মূর্তি ঘিরে মানুষের কৌতূহল 


কাজল মিত্র, আসানসোল : মাটি ফুঁড়ে বের হলো দেবাদিদেব মহাদেবের শিলা মূর্তি। এই ঘটনার খবর পেয়ে মূর্তি দেখার জন্য কৌতুহলী মানুষরা ভিড় জমাতে শুরু করে। কেন্দুলিয়া প্রাইমারি স্কুল সংলগ্ন একটি জঙ্গলের ঘটনা। জামুরিয়া থানার কেঁদুলিয়া গ্রামের মানুষ ছাড়াও আশপাশের গ্রামের মানুষেরাও এই শিবমূর্তির দেখার জন্য ভিড় জমায়, শুরু হয় পূজা অর্চনা।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সোমবার দুপুরে জঙ্গলে কয়েক জন রাখাল গরু চরাতে গিয়ে এই দৃশ্যটি দেখতে পান। এরপরে তাঁরা গ্রামে খবর দিলে স্থানীয়রা দেখার জন্য ভিড় জমাতে থাকে। জানা গেছে যেখান থেকে এই শিবের মূর্তি বের হয়েছে দীর্ঘদিন ধরে সেখানে উইডিপি ছিল। হঠাৎ করেই কাল এই মূর্তির আবির্ভাব হয়। স্থানীয়রা জানান এই মূর্তিটিকে একটি ১১ বছরের বালক নিয়ে যাওয়ার চেষ্টা করলে মূর্তিটি ধরার সময় সেই বালক জ্ঞান হারায়। প্রায় এক ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে। এই ঘটনার পর থেকে এলাকার মানুষ পূজা অর্চনাতে মেতে ওঠে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক হরে রাম সিং।ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ। শিবমূর্তি দেখে বুঝতে পারা যায় বহু প্রাচীন। এখানে শিব মন্দির করার কথা জানান স্থানীয়রা।