Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Lakshmi Puja লক্ষ্মী পুজো


 

Lakshmi Puja 
লক্ষ্মী পুজো 


দিলীপ রঞ্জন ভাদুড়ী 


মা লক্ষ্মী মায়ের সাথে

আটকে ছিলেন এখানে,

দুবার কৈলাসে যাওয়া আসা

হেপা ছিল ভ্রমণে।

পেঁচা বাহনের কপাল খারাপ

পায়নি খেতে ইঁদুর যে,

মা কিছু খেতে পেলেও

উপবাসে ছিলেন সে।

কার্নিভাল শেষ হলেই

মা ফিরবেন মুম্বাইয়ে,

নামিবিয়া-র ইঁদুর এসেছে

শুনছি পেঁচার ভোজনে।

মা লক্ষ্মী বড়ই খুশি

পেয়ে আম্বানির আমন্ত্রণ,

পেঁচা ভাঙবে উপোস সেথা

কাল বাংলায় আগমন।

পুজো নেবেন সব বাড়িতে

নাড়ু ,মোয়া প্রসাদ তাঁর

কিন্তু, তিনি কুবেরের চিন্তায়

দেখছে বাংলায় মহা ফ্যাসাদ !

বাংলায় চলছে বর্গী হানা

কুবেরের আর নেই ধনবল,

লক্ষ্মী ভান্ডারে হচ্ছে পূজা

এসব নিয়ে বড় কোলাহল।

মা-কে কি তবে ছেড়ে যাবে

ধনকুবেরের রাজ্যে তাই,

বাংলায় চলবে শুনছি এখন

তর্ক যুদ্ধ লড়াই টাই !

মা তুই রাগ করিস নে

বাংলা ছেড়ে যাস নে মা,

রাজনীতির কুটিল চালে

ভুলেও তুই দিস নে পা।