কালী পুজো উদ্বোধনে পুলিশ সুপার

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

কালী পুজো উদ্বোধনে পুলিশ সুপার


 

কালী পুজো উদ্বোধনে পুলিশ সুপার 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার কালী পুজো উদ্বোধন করলেন  জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা। 

প্রদীপ প্রজ্জ্বলন করে মা কালীর চরণে অঞ্জলী দেন পুলিশ সুপার কামনাশীষ সেন। এরই সাথে আজ জামালপুর থানায় একটি দোতলা পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন তিনি। এর ফলে ফোর্স থাকার সমস্যা মিটে যাবে। 

পুজো উপলক্ষ্যে  জামালপুর থানার ব্যবস্থাপনা দেখে খুশি পুলিশ সুপার। প্রসঙ্গত জামালপুর থানার দায়িত্ব নিয়ে থানার পুরো পরিবেশ বদলে দিয়েছেন রাকেশ সিং। পুরো থানা এলাকা সাজিয়ে গুছিয়ে ঝকঝকে করে দিয়েছেন। যাকে বলে পুরো ভোল পাল্টে দিয়েছেন তিনি। এ বিষয়ে উপস্থিত পুলিশ সুপার, এসডিপিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি রাকেশ বাবুর প্রশংসা করেন।

Post a Comment

0 Comments