কালী পুজো উদ্বোধনে পুলিশ সুপার
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার কালী পুজো উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা।
প্রদীপ প্রজ্জ্বলন করে মা কালীর চরণে অঞ্জলী দেন পুলিশ সুপার কামনাশীষ সেন। এরই সাথে আজ জামালপুর থানায় একটি দোতলা পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন তিনি। এর ফলে ফোর্স থাকার সমস্যা মিটে যাবে।
পুজো উপলক্ষ্যে জামালপুর থানার ব্যবস্থাপনা দেখে খুশি পুলিশ সুপার। প্রসঙ্গত জামালপুর থানার দায়িত্ব নিয়ে থানার পুরো পরিবেশ বদলে দিয়েছেন রাকেশ সিং। পুরো থানা এলাকা সাজিয়ে গুছিয়ে ঝকঝকে করে দিয়েছেন। যাকে বলে পুরো ভোল পাল্টে দিয়েছেন তিনি। এ বিষয়ে উপস্থিত পুলিশ সুপার, এসডিপিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি রাকেশ বাবুর প্রশংসা করেন।