সাইবার ক্রাইম রুখতে ব্যাঙ্কের উদ্যোগে গ্রাহক সচেতনতায় আলোচনা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

সাইবার ক্রাইম রুখতে ব্যাঙ্কের উদ্যোগে গ্রাহক সচেতনতায় আলোচনা


 

সাইবার ক্রাইম রুখতে ব্যাঙ্কের উদ্যোগে গ্রাহক সচেতনতায় আলোচনা 


কাজল মিত্র, আসানসোল : সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাঙ্কের গ্রাহকদের নিয়ে একটি  আলোচনা সভার আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়নপুরে স্টেট ব্যাঙ্কের শাখার তরফে গ্রাহক সেবার উদ্দেশ্যে ব্যাঙ্কের ভিতরেই ওই সভা হয়। স্টেট ব্যাঙ্কের রূপনারায়ণপুর শাখা প্রবন্ধক সুমিত কুমার দাস এর উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত  ছিলেন  সালানপুর থানার ইনচার্জ অমিত হাটি,  রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ মনোজিৎ ধাড়া, এসবিআই রিজিওনাল অফিসের আধিকারিক শ্রী সাহু সহ এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়িগন। 

সাইবার প্রতারকেরা প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করে গ্রাহকদের কি ভাবে প্রতারিত করছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়। কর্তৃপক্ষ বলেন ব্যাঙ্ক শাখা কোনদিন কোনভাবেই কাউকে প্রতারিত করেনা। যদি আপনি সাইবার অপরাধীদের ফাঁদে না পড়েন তাহলে আপনি কোন মতেই প্রতারিত হবেন না। সাইবার অপরাধীরা নানাভাবে মেসেজ পাঠাচ্ছে, ফোন করছে কিন্তু সেসব বিষয়ে কোনোভাবেই সাড়া না দিলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না। এদিন সকলের কাছে বিশেষ আবেদন জানিয়ে বলা হয় লোন পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাছেই কিছু ব্যক্তি টাকা দাবি করেন কিন্তু নির্দিষ্ট শর্ত পূরণ করতে না পারলে ব্যাঙ্ক কাউকে লোন দিতে পারেনা, তাই যেকোনো প্রকার লোনের জন্য সরাসরি ব্যাঙ্কে যোগাযোগ করার আবেদন জানানোই সঠিক কাজ। 

এদিন উপস্থিত সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত কুমার হাটি বলেন,  ভয় বা লোভ থেকেই মানুষ প্রতারিত হয়। তাই দোষ না করলে যেমন ভয় পাওয়ার প্রয়োজন নেই, সেইরকমই অযথা লোভী না হলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে না। আবার গ্রাহক সচেতন হলে প্রতারিত হওয়ার আশঙ্কা কমে যায়। এখন নানা ভাবে সাইবার অপরাধীরা বিভিন্ন ভাবে ম্যাসেজ এর মাধ্যমে গ্রাহকদের প্রতারিত করে তাই ব্যাঙ্কের যেকোন সমস্যা হলে  প্রথমেই ব্যাঙ্ক ম্যানেজার কে জানান এবং আপনার সংশ্লিষ্ট থানায় জানান। 

Post a Comment

0 Comments