Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাইবার ক্রাইম রুখতে ব্যাঙ্কের উদ্যোগে গ্রাহক সচেতনতায় আলোচনা


 

সাইবার ক্রাইম রুখতে ব্যাঙ্কের উদ্যোগে গ্রাহক সচেতনতায় আলোচনা 


কাজল মিত্র, আসানসোল : সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাঙ্কের গ্রাহকদের নিয়ে একটি  আলোচনা সভার আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়নপুরে স্টেট ব্যাঙ্কের শাখার তরফে গ্রাহক সেবার উদ্দেশ্যে ব্যাঙ্কের ভিতরেই ওই সভা হয়। স্টেট ব্যাঙ্কের রূপনারায়ণপুর শাখা প্রবন্ধক সুমিত কুমার দাস এর উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত  ছিলেন  সালানপুর থানার ইনচার্জ অমিত হাটি,  রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ মনোজিৎ ধাড়া, এসবিআই রিজিওনাল অফিসের আধিকারিক শ্রী সাহু সহ এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়িগন। 

সাইবার প্রতারকেরা প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করে গ্রাহকদের কি ভাবে প্রতারিত করছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়। কর্তৃপক্ষ বলেন ব্যাঙ্ক শাখা কোনদিন কোনভাবেই কাউকে প্রতারিত করেনা। যদি আপনি সাইবার অপরাধীদের ফাঁদে না পড়েন তাহলে আপনি কোন মতেই প্রতারিত হবেন না। সাইবার অপরাধীরা নানাভাবে মেসেজ পাঠাচ্ছে, ফোন করছে কিন্তু সেসব বিষয়ে কোনোভাবেই সাড়া না দিলে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না। এদিন সকলের কাছে বিশেষ আবেদন জানিয়ে বলা হয় লোন পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাছেই কিছু ব্যক্তি টাকা দাবি করেন কিন্তু নির্দিষ্ট শর্ত পূরণ করতে না পারলে ব্যাঙ্ক কাউকে লোন দিতে পারেনা, তাই যেকোনো প্রকার লোনের জন্য সরাসরি ব্যাঙ্কে যোগাযোগ করার আবেদন জানানোই সঠিক কাজ। 

এদিন উপস্থিত সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত কুমার হাটি বলেন,  ভয় বা লোভ থেকেই মানুষ প্রতারিত হয়। তাই দোষ না করলে যেমন ভয় পাওয়ার প্রয়োজন নেই, সেইরকমই অযথা লোভী না হলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে না। আবার গ্রাহক সচেতন হলে প্রতারিত হওয়ার আশঙ্কা কমে যায়। এখন নানা ভাবে সাইবার অপরাধীরা বিভিন্ন ভাবে ম্যাসেজ এর মাধ্যমে গ্রাহকদের প্রতারিত করে তাই ব্যাঙ্কের যেকোন সমস্যা হলে  প্রথমেই ব্যাঙ্ক ম্যানেজার কে জানান এবং আপনার সংশ্লিষ্ট থানায় জানান।