স্বেচ্ছা রক্তদাতা নির্ভর পরিষেবা গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগী ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : একশো শতাংশ স্বেচ্ছা রক্তদাতা নির্ভর পরিষেবা গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগী ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। ১৬ অক্টোবর সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে লায়ন্স ক্লাব অফ বর্ধমান এর অডিটোরিয়ামে এবিষয়ে একটি মহতী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। জেলার ৮৬টি রক্তদাতা সংগঠনের মোট ১২৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শিবিরের উদ্বোধন করেন ডেপুটি সিএমওএইচ ডাঃ সুবর্ণ গোস্বামী। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ, রিজিওনাল ব্লাড ট্রান্সফিউসান সেন্টার এর ডাইরেক্টর ডাঃ সোমা ঘোষ দত্ত, রশ্মি ব্লাড সেন্টার এর সম্পাদক ডাঃ সম্বরন প্রামানিক, বিশিষ্ট থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ ডাঃ তপন ঘোষ, ডাঃ সঞ্জিত চ্যাটার্জী, বিশিষ্ট রক্তযোদ্ধা মহঃ আসরাফ উদ্দিন, জয়দেব দত্ত, শিল্পী সোনালী কাজি, দক্ষিণ দামোদর প্রেস ক্লাব এর সম্পাদক সফিকুল ইসলাম সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনায় থ্যালাসেমিয়া প্রতিরোধে আমাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে সুন্দর ভাবে আলোকপাত করেছেন ডাঃ তপন ঘোষ, আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্য ডাঃ সঞ্জিত চ্যাটার্জী আলোচনায় রক্তদাতা সংগ্রহ, সম্মান জ্ঞাপন ও প্রতিপেষণ বিষয়ে বলেছেন। রক্তদাতা উদ্বুদ্ধকরণের নব নব ভাবনা বিষয়ে বিশেষ ভাবে আলোকপাত করেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ। মহিলাদের রক্তদানে অংশগ্রহণ বৃদ্ধি করার উদ্যোগ এবিষয়ে সুন্দর আলোচনা করেছেন ডাঃ সোমা ঘোষ দত্ত।
এদিনের শিক্ষা শিবিরে ১০০ বারের রক্তদাতা মহম্মদ আসরাফ উদ্দিন ও সৈয়দ মেহেদী হাসান-কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে জেলা টিমের আহ্বায়ক উদয় রায়, ফজলুল হক ও পার্থ ঘোষ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।