Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

মহাসমারোহে ছট পূজা জামালপুরে


 

মহাসমারোহে ছট পূজা জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : দুর্গা পূজা, কালী পূজার পর দেশ জুড়ে চলছে ছট পূজার উৎসব। পূর্ব বর্ধমানের জামালপুরে বিহারী সম্প্রদায়ের মানুষেরা দামোদর নদে ভক্তি ভরে সূর্য দেবতার পূজা করলেন। দু দিন ধরে এই পূজা করা হয়। প্রথম দিন বিকালে সূর্য দেবতা অস্ত যাবার সময় এবং দ্বিতীয় দিনে সূর্য দেবতার উদয়ের সময় সমারোহের সাথে করা হয় পূজা। 

উপাচার হিসাবে থাকে নানা রকমের গোটা ফল, গোটা আখ, কলার কাধি, গোটা লেবু, সাথে থাকে বিশেষ প্রসাদ ঠেকুয়া। দামোদরের ঝুলন তলার ঘাটে প্রায় ৩০-৩৫ টি পরিবার এই পুজোয় সামিল হন। সুভাষ সাউ, ভোলা সাউ, জগন্নাথ সাউ, জিতেন সাউ, শঙ্কর সাউ, নিখিল সাউ, সন্তোষ সাউ, বিনোদ সাউ, নির্মল সাউ, নেপাল সাউ, সনু সাউ এঁরা জানান সকলে মিলে আলোচনা করেই করা হয় পূজা। ব্রাহ্মণ থাকেন তিনি পুজো করেন।

 জামালপুর পুলিশ প্রশাসন থেকেও সাহায্য পাওয়া যায় বলে তাঁরা জানান। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের এই পুজো দেখতে দামোদর নদের তীরে ভিড় জমান।