চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

মহাসমারোহে ছট পূজা জামালপুরে


 

মহাসমারোহে ছট পূজা জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : দুর্গা পূজা, কালী পূজার পর দেশ জুড়ে চলছে ছট পূজার উৎসব। পূর্ব বর্ধমানের জামালপুরে বিহারী সম্প্রদায়ের মানুষেরা দামোদর নদে ভক্তি ভরে সূর্য দেবতার পূজা করলেন। দু দিন ধরে এই পূজা করা হয়। প্রথম দিন বিকালে সূর্য দেবতা অস্ত যাবার সময় এবং দ্বিতীয় দিনে সূর্য দেবতার উদয়ের সময় সমারোহের সাথে করা হয় পূজা। 

উপাচার হিসাবে থাকে নানা রকমের গোটা ফল, গোটা আখ, কলার কাধি, গোটা লেবু, সাথে থাকে বিশেষ প্রসাদ ঠেকুয়া। দামোদরের ঝুলন তলার ঘাটে প্রায় ৩০-৩৫ টি পরিবার এই পুজোয় সামিল হন। সুভাষ সাউ, ভোলা সাউ, জগন্নাথ সাউ, জিতেন সাউ, শঙ্কর সাউ, নিখিল সাউ, সন্তোষ সাউ, বিনোদ সাউ, নির্মল সাউ, নেপাল সাউ, সনু সাউ এঁরা জানান সকলে মিলে আলোচনা করেই করা হয় পূজা। ব্রাহ্মণ থাকেন তিনি পুজো করেন।

 জামালপুর পুলিশ প্রশাসন থেকেও সাহায্য পাওয়া যায় বলে তাঁরা জানান। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের এই পুজো দেখতে দামোদর নদের তীরে ভিড় জমান।

Post a Comment

0 Comments