Scrooling

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কালীপুজোর উদ্বোধনে অভিনেত্রী ইন্দ্রানী হালদার


 

কালীপুজোর উদ্বোধনে অভিনেত্রী ইন্দ্রানী হালদার 


সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তর কালীপুজোর উদ্বোধনে এলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশীষ সেন,  এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, বর্ধমান দক্ষিণের মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল, মেমারি ১ ব্লকের বিডিও ডাঃ আলি মহঃ ওয়ালী উল্লাহ, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

মেমারি চকদীঘি মোড়ে সর্বজনীন শ্যামা পূজার উদ্বোধনে এসে অভিনেত্রী ইন্দ্রানী হালদার মেমারিবাসীকে দীপাবলী 'র শুভেচ্ছা জানান।