Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কালীপুজোর উদ্বোধনে অভিনেত্রী ইন্দ্রানী হালদার


 

কালীপুজোর উদ্বোধনে অভিনেত্রী ইন্দ্রানী হালদার 


সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তর কালীপুজোর উদ্বোধনে এলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশীষ সেন,  এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, বর্ধমান দক্ষিণের মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মন্ডল, মেমারি ১ ব্লকের বিডিও ডাঃ আলি মহঃ ওয়ালী উল্লাহ, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ কাউন্সিলরবৃন্দ, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

মেমারি চকদীঘি মোড়ে সর্বজনীন শ্যামা পূজার উদ্বোধনে এসে অভিনেত্রী ইন্দ্রানী হালদার মেমারিবাসীকে দীপাবলী 'র শুভেচ্ছা জানান।