Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

কালীপুজোর মন্ডপ উদ্বোধনে আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়


 

কালীপুজোর মন্ডপ উদ্বোধনে আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় 


কাজল মিত্র, আসানসোল : পূর্ব বর্ধমান জেলার সালানপুর ব্লকে বিভিন্ন পূজা মণ্ডপের উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি আমডাঙ্গা অগ্রতি সঙ্ঘ পুজোমন্ডপ উদ্বোধন করার পর সালানপুর ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত আমরা কজন ক্লাবের পুজো মন্ডপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছান সেখানে তিনি ফিতে কেটে প্রদীপ উজ্জ্বলন করে মন্ডপের দ্বারোদঘাটন করেন। সেখান আরো কয়েকটি পুজো মন্ডপ উদ্বোধনের পর রূপনারায়নপুর সহ চিত্তরঞ্জনে আরো কয়েকটি মন্ডপের উদ্বোধন করেন বিধান উপাধ্যায়।

তিনি ফতেপুর দেবাশীষ ঘটক স্মৃতি মঞ্চ পুজোমন্ডপ এর উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছে সেখানে একজনের হাতে হুইল চেয়ার তুলে দেন।তাছাড়া ১৫ আগস্ট দেবাশীষ ঘটক স্মৃতি মঞ্চ  আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ২০০ জন  প্রতিযোগীর মধ্যে  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে পুরস্কার প্রদান করেন।

বিধায়ক বিধান উপাধ্যায় এর সাথে  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি  ফাল্গুনী ঘাসি, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, ফতেপুর দেবাশীষ ঘটক  স্মৃতি মঞ্চ ও ফতেপুর বাজার সমিতির সভাপতি সুপ্রিয় মন্ডল , সম্পাদক প্রশান্ত  বৈরাগী, কোষাধ্যক্ষ শ্যামল গোপ ও আশীষ মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সকল পুজো কমিটির সদস্য বৃন্দ।