Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কবিতার ছন্দে বিজয়ার বিষন্নতা ও আনন্দে



 

কবিতার ছন্দে বিজয়ার বিষন্নতা ও আনন্দে


বিজয়া 


শান্তনু সেন শর্মা 


প্রতি বিসর্জনের মধ্যে 

আছে বার্তা আবাহন--

শুভ বিজয়ায় রইলো

প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন।

সুখে-দুখে সকলেরই

কাটে বছরভর,

পাঁচটি দিনে মায়ের স্পর্শে 

ভরে ওঠে ঘর।

কেউ বলে মা এসেছিল

কেউ বলে মা চলে গেল,

আসা-যাওয়ার এই ভুবনে

সার সত্য এটাই হলো।

এই কথাটা বুঝে নিয়ে

সময়টাকে মূল্য দিয়ে,

আজি এই ভুবনলোকে

খোল মনের জানলাটাকে।

কেউ পাশে থাক,

কেউবা না থাক,

মায়ের আশিস মাথায় নিয়ে

বাজাও এবার বিজয় ঢাক। 


##### 


বিজয়া 


অতনু হাজরা 


দশমীতে মায়ের যে আজ ঘরে ফেরার পালা

সাজিয়ে থালা হাতে নিয়ে চলছে সিঁদুর খেলা।

বিদায়ের তাল অনবরত বাজিয়ে চলে ঢাকি

বলছে যেনো যেতে হবে সময় নাই তো বাকি।

চারিদিকে বিষাদের ছায়া চোখ ছল ছল করে

বিষন্নতায় ভরা চারিধার মনটা কেমন করে।

আসছে বছর আবার এসো আনন্দ দিতে মনে

বিদায় বেলায়  অশ্রু আসে সবার চোখের কোনে। 


#####



শুভ বিজয়া 


উত্তম বন্দ্যোপাধ্যায়  


শরৎ আসা মানেই যে গো

             মায়ের আসার পথ চাওয়া ,

সঙ্গে চলে গুনগুনিয়ে

             আগমনীর গান গাওয়া । 


কাশের ঢেউয়ে,পেঁজা মেঘের,

                  শিউলি ফুলের গন্ধেতে -

দুগ্গা মা যে এসেছিলেন

               সারা বাংলার রন্ধ্রেতে । 


চারটি দিনের পুজো নিয়ে,

               মা যে গেলেন কৈলাশে ,

অশ্রু হয় ঝরছে যেনো

              পড়ছে শিশির দুর্বা ঘাসে । 


চারটি দিনের আনন্দ তে

                আমরা মাতি উল্লাসে -

সকল জাতির আসে মানুষ

              মিলন বাঁশির সুর ভাসে । 


দুগ্গা মায়ের চরণতলে

‌              আশীষ মাগী সক্কলে ,

ফুল যেনো সব ভরে ওঠে

             সব গাছেরই সব ডালে । 


শরীর সবার সুস্থ থাকুক

               থাকুক সবাই খুশ্ মনে ,

প্রণাম সবে নিবেদিনু _

            সকল আমার গুরুজনে । 


শুভেচ্ছা ও ভালোবাসা

            রইলো সকল আপনজনে ,

স্নেহের আবেশ ছড়িয়ে দিলুম

           বাকি সকল শিশুমনে।।

               ____    ____