Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সামান্য বৃষ্টিতেই নালা নর্দমা উপচে রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর, চরম দুর্ভোগে এলাকার নাগরিকরা


 

সামান্য বৃষ্টিতেই নালা নর্দমা উপচে রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর, চরম দুর্ভোগে এলাকার নাগরিকরা 


কাজল মিত্র, আসানসোল : সামান্য বৃষ্টি হলেই বেহাল দশা হয়ে পড়ে এলাকার। বৃষ্টির জল জমে এলাকার রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর, নালা-নর্দমা সব উপচে একাকার। আসানসোল পৌর নিগমের ৭০ নম্বর ওয়ার্ডের বিরিডাঙ্গা ও তার সংলগ্ন এলাকার হাল দীর্ঘদিন ধরে এমনই বেহাল। কেন এমন অবস্থা ৭০ নম্বর ওয়ার্ডের এই বিড়িডাঙ্গা এলাকার। ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ এই এলাকায় নিকাশি ব্যবস্থা বলে কিছু নেই। নালা- নর্দমা থাকলেও পরিষ্কার হয় না। সামান্য বৃষ্টিতেই বাড়ির বাইরের রাস্তা চলে যায় জলের তলায়। দেখে মনে হয় রাস্তা নয় যেনো ছোট একটা পুকুর।এক হাঁটু জলের মধ্যে যাতায়াত করতে বাধ্য হন এলাকার বাসিন্দারা।

 পরিস্থিতির কথা কাউকে জানানো হয়নি এমনটা নয়। এলাকার কাউন্সিলরও পৌর নাগরিকদের দুর্ভোগের কথা জানেন। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। আসানসোল পৌর নিগম এলাকায় বসবাস করেও বেহাল নিকাশি আর জলমগ্ন এলাকায় তাদের বসবাস করতে হচ্ছে। রাস্তায় জল জমা থেকে শুরু করে পানীয় জল সরবরাহ প্রায় সব কিছুরই পরিষেবা বেহাল‌ এই এলাকায়।  আসানসোল পৌর নিগমের ৭০ নম্বর ওয়ার্ডের বিড়িডাঙ্গা এলাকাটি কুলটি বিধানসভার অন্তর্গত। আর এই বিধানসভার বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার জানান, এই এলাকার হাল নতুন নয়, এক্ষেত্রে তিনি আঙ্গুল তুলেছেন পৌর নিগমের ভূমিকার দিকটি নিয়ে। তিনি অনুরোধ করেছেন এলাকার মানুষের অবস্থার পরিবর্তন ঘটাতে উদ্যোগ গ্রহণ করুক আসানসোল কর্পোরেশন।

যদিও বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানিয়েছেন, এলাকাটি নিচু হওয়ার দরুন সমস্যা রয়েছে, বিষয়টি তিনি জানেন। তবে ইঞ্জিনিয়ারকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।ওই এলাকায় কি ব্যবস্থা গ্রহণ করা যায় তার উদ্যোগ নেবেন তিনি।