Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গান্ধীজির জন্মদিনে মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির প্লাস্টিক ভিক্ষা অভিযান



গান্ধীজির জন্মদিনে মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির প্লাস্টিক ভিক্ষা অভিযান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  বর্ধমানের মহিলা দ্বারা পরিচালিত দুর্গা  পুজোগুলোর মধ্যে হ্যাচারি মাঠ সর্বজনীন দুর্গাপুজা প্রথম বছরেই সকলের নজর কাড়ছে। শুরুতেই সামাজিক কর্মসূচিতে এলাকায় সাড়া ফেলেছে মহিলা পরিচালিত এই পুজো।  মহাসপ্তমীতে তাদের বিশেষ আকর্ষণ ছিলো - বাড়ি বাড়ি প্ল্যাস্টিক ভিক্ষা অভিযান। তাদের উদ্যোগকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বর্ধমান ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাম দাস সহ পঞ্চায়েত সদস্য ও পাড়ার সকলে। 

উল্লেখ্য মহাত্মা গান্ধীর জন্মদিবসকে সামনে রেখে পক্ষকাল ব্যাপি সারা বাংলা জুড়ে স্বচ্ছ ভারত মিশনের আওতায় শুরু হয়েছিল মিশন নির্মল বাংলা অভিযান। ২ অক্টোবর সেই কর্মসূচির শেষ দিনে বর্ধমানের মহিলা দ্বারা পরিচালিত পুজো - হ্যাচারি মাঠ সর্বজনীন দুর্গাপূজা পরিবেশ সচেতনতা অভিযানে সামিল হয়েছিল। 

বর্ধমান ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার স্বতঃস্ফূর্তভাবে হাতে গ্লাভস পরে বাড়ি বাড়ি প্লাস্টিক অভিযানে হাত লাগান। বিডিওকে কাছ থেকে পেয়ে মহিলা পুজো কমিটির সদস্যরাও রীতিমত উদ্বুদ্ধ।

 পাড়ার পুজো কমিটির মহিলা সদস্যদের কচিকাঁচা থেকে সকলেই বিডিও সুবর্ণা মজুমদারের সঙ্গে ফটোশুট করেন। অন্যদিকে পাড়ার পুরুষ সদস্যরাও পৃথকভাবে ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাম দাস এর সঙ্গে ফটোশুট করেন। 

এই উপলক্ষে পরিবেশ সচেতনতা বিষয়ক একটি অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছিল। সেখানে পরিবেশ দূষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোকপাত করার পাশাপাশি কিভাবে স্বচ্ছ সুন্দর পরিবেশ গড়ে তোলা যায় সেই বিষয়গুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন ভিডিও সুবর্ণা মজুমদার এবং জয়েন্ট ভিডিও রাম দাস।