গান্ধীজির জন্মদিনে মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির প্লাস্টিক ভিক্ষা অভিযান

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

গান্ধীজির জন্মদিনে মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির প্লাস্টিক ভিক্ষা অভিযান



গান্ধীজির জন্মদিনে মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির প্লাস্টিক ভিক্ষা অভিযান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  বর্ধমানের মহিলা দ্বারা পরিচালিত দুর্গা  পুজোগুলোর মধ্যে হ্যাচারি মাঠ সর্বজনীন দুর্গাপুজা প্রথম বছরেই সকলের নজর কাড়ছে। শুরুতেই সামাজিক কর্মসূচিতে এলাকায় সাড়া ফেলেছে মহিলা পরিচালিত এই পুজো।  মহাসপ্তমীতে তাদের বিশেষ আকর্ষণ ছিলো - বাড়ি বাড়ি প্ল্যাস্টিক ভিক্ষা অভিযান। তাদের উদ্যোগকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বর্ধমান ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাম দাস সহ পঞ্চায়েত সদস্য ও পাড়ার সকলে। 

উল্লেখ্য মহাত্মা গান্ধীর জন্মদিবসকে সামনে রেখে পক্ষকাল ব্যাপি সারা বাংলা জুড়ে স্বচ্ছ ভারত মিশনের আওতায় শুরু হয়েছিল মিশন নির্মল বাংলা অভিযান। ২ অক্টোবর সেই কর্মসূচির শেষ দিনে বর্ধমানের মহিলা দ্বারা পরিচালিত পুজো - হ্যাচারি মাঠ সর্বজনীন দুর্গাপূজা পরিবেশ সচেতনতা অভিযানে সামিল হয়েছিল। 

বর্ধমান ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার স্বতঃস্ফূর্তভাবে হাতে গ্লাভস পরে বাড়ি বাড়ি প্লাস্টিক অভিযানে হাত লাগান। বিডিওকে কাছ থেকে পেয়ে মহিলা পুজো কমিটির সদস্যরাও রীতিমত উদ্বুদ্ধ।

 পাড়ার পুজো কমিটির মহিলা সদস্যদের কচিকাঁচা থেকে সকলেই বিডিও সুবর্ণা মজুমদারের সঙ্গে ফটোশুট করেন। অন্যদিকে পাড়ার পুরুষ সদস্যরাও পৃথকভাবে ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাম দাস এর সঙ্গে ফটোশুট করেন। 

এই উপলক্ষে পরিবেশ সচেতনতা বিষয়ক একটি অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছিল। সেখানে পরিবেশ দূষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোকপাত করার পাশাপাশি কিভাবে স্বচ্ছ সুন্দর পরিবেশ গড়ে তোলা যায় সেই বিষয়গুলো বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন ভিডিও সুবর্ণা মজুমদার এবং জয়েন্ট ভিডিও রাম দাস।

Post a Comment

0 Comments