Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চাকরি চুরির প্রতিবাদ করতে বিবেকবান মানুষদের আহ্বান জানালেন সিপিআইএম -এর রাজ্য সম্পাদক


 

চাকরি চুরির প্রতিবাদ করতে বিবেকবান মানুষদের আহ্বান জানালেন সিপিআইএম -এর রাজ্য সম্পাদক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাংলা ভাষায় করুণা, মমতা শব্দগুলোর মানে নতুন করে বার করতে হবে। চাকরি গুলো নিলাম করেছে তৃণমূল কংগ্রেস ও তাদের সরকার। যোগ্য প্রার্থীদের বঞ্চনা করা হয়েছে। শুক্রবার  সি পি আই এমের পূর্ব বর্ধমান জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথাগুলি বলেন দলের রাজ্য কমিটির সম্পাদক মহঃ সেলিম। তিনি আরও বলেন, ৮৪ ঘন্টা অনশনের পর যেভাবে তাদের উপর তাণ্ডব করল বিধাননগরের পুলিশ তা নজিরবিহীন। সূর্যাস্তের পর কোনো মহিলাকে গ্রেপ্তার করা যায় না। এখানে সেটাই হয়েছে।

শুক্রবার সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির এক সভায় হাজির ছিলেন মহঃ সেলিম। সভার অবসরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর সঙ্গে ছিলেন সি পি এমের জেলা নেতা অপূর্ব চট্টোপাধ্যায়। 

সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেন, মুখ্যমন্ত্রী অমানবিক। সারা রাজ্য যখন ঘুমিয়ে পড়েছে তখন রাতের অন্ধকারে পুলিশ লেলিয়ে দিলেন উনি। ওই ছেলেমেয়েরা কী গোলমাল করছিল ? এভাবে মানুষকে দমিয়ে দিতে পারবেন ভাবলে, উনি মুর্খের স্বর্গে বাস করছেন। আমরা পুলিশের তান্ডবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কালও সারাদিন প্রতিবাদ চলবে। সব বিবেকবান মানুষকে আহ্বান জানাচ্ছি। চাকরি চুরির প্রতিবাদ করতে।