Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আমরা ক'জন ক্লাবের শ্যামা মা আরাধনার  খুঁটি পুজো, থিমে এবারও চমক

 


আমরা ক'জন ক্লাবের শ্যামা মা আরাধনার  খুঁটি পুজো, থিমে এবারও চমক


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর  ব্লকের   বিখ্যাত কালি পুজো কমিটিগুলোর মধ্যে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস দ্বারা আয়োজিত আমরা ক'জন ক্লাবের শ্যামা মা আরাধনার খুঁটি পুজো অনুষ্ঠিত হল বুধবার। এদিন সালানপুর ব্লক  তৃণমূল কংগ্রেস কার্যালয়ের  ঠিক পাশেই কালি পূজার খুঁটি পুজো সম্পন্ন হলো। সমস্ত রীতিনীতি প্রথা মেনেই করা হল এই খুঁটি পুজো। এদিনের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা পুজো কমিটির সম্পাদক  ভোলা সিং। তিনি জানান, আজ খুঁটি পূজা সম্পন্ন করা হলো। এই বছর পুজো ১২  তম বর্ষে পদার্পণ করল। পুজোর থিমে প্রত্যেক বছরের মত এবছরও থাকছে নয়া চমক। 

ক্লাব সম্পাদক  ভোলা সিংহ জানান দু'বছর করোনা  মহামারীর ফলে পুজো ছোট করেই করা হয়েছিল। তবে এবছরের বাজেট কিছুটা হলেও বেড়েছে। আমাদের এই ক্লাব দ্বারা দুর্গাপূজা, কালীপূজা দুটিই ধুমধামের সাথে করা হয়ে থাকে। তাছাড়া দু'বছর ধরে মানুষ কোন মেলা খেলা পুজোয় আনন্দ করতে পারেনি, এবছর সকলের উৎসাহ রয়েছে। সমস্ত সরকারি নিয়ম  মেনেই পুজো করা হবে।এদিনের এই খুঁটি পুজোর  সময় উপস্থিত ছিলেন অমিত সিং, আশু তেওয়ারী, পিন্টু সিং, সুশীল সহ আরো অনেকে।