চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পরিচয়


 

পরিচয় 


দিলীপ রঞ্জন ভাদুড়ী 


পুলিশ তুমি কার বন্ধু

পুলিশ তুমি কার?

পুলিশ মুচকি হেসে বলে, 

প্রশ্ন চমৎকার !

তাহলে বলছি শোন 

কত হয়েছে বয়েস আমার,

কে এনেছে, এই দেশে কবে

কে ছিল, সেই লৌহ কামার !

কোথায় আমার পড়া শোনা

কে ছিল সেই শিক্ষা গুরু,

দাস প্রথাটা রয়েই গেল

কবে থেকে দাপট শুরু ?

বংশ পরিচয় উচ্চ অনেক

বড়ই অহংকার,

আমরা কর্মে কঠোর অতি

ইকটু থাকি নির্বিকার।

মৌর্য্য যুগে ছিলাম

মোরা রাজ কর্মচারী ,

যত কীর্তি শোন সেখানে

সে কাজ সব আমারি।

মুঘল যুগেও কদর ছিল

মোরা ছিলাম সিপাহী সালার,

আইনি আকবরে লেখা ছিল  

আমাদের এই গর্বে অধিকার।

ব্রিটিশের গড়া হাতে, বিদ্যালয়ে 

পঠন হয়েছে শুরু, অতি যতনে।

ইং ১৮৬১ সালে পুনর্জন্ম

লর্ড কর্ণওয়ালিস হলেন পিতা

৫ আইন বার্থ সার্টিফিকেট

কেটেছিলেন তিনিই ফিতা।

স্বাধীনতা যুদ্ধে ছিল, কত অবদান,

মঙ্গল পান্ডে বিদ্রোহ করে   

দিয়েছিলেন নিজের প্রাণ।

ইংরেজের নীতি রীতি

কত যে  ছিল মহান,

স্বাধীনতার হীরক বর্ষেও

ঐতিহ্যে আজও রয়েছে সমান।

অগতির গতি মোরা,

আমরা কর্মে অতি মহান

আমাদের খ্যাতি জগৎ জোড়া

সবার কাজেই, আমরা সমান।

মানবের কল্যাণে ব্রতী আমরা

মানব সেবাই, আমাদের কাজ

কোন কাজেই নেই অনীহা 

আমরা এনেছি, এই স্বরাজ।

পুলিশ বললেও, মানুষ মোরা

আমরা নই পৃথক জাত,

যতই গালাগালি করো সবাই

আমরা হইনা কখনো কাত।

আমরা কারো বন্ধু নই

আমরা নিরপেক্ষ,

সেই জন্যই  আমরা করিনি

কারো সাথে চির সখ্য।