Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

যানজটে নাজেহাল অবস্থা, দুর্ঘটনা নিত্যসঙ্গী ডাবর মোড়ে


 

যানজটে নাজেহাল অবস্থা, দুর্ঘটনা নিত্যসঙ্গী ডাবর মোড়ে 


কাজল মিত্র, আসানসোল : রূপনারায়ণপুর ডাবর মোড় বাজার এলাকায় যে কোন দিন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অতিরিক্ত যানজট এবং রাস্তার পাশে ফুটপাথ না থাকার কারনে প্রায়শই  দুর্ঘটনা ঘটে।  সোমবার  আসানসোলের দিকে যাওয়া দুটি  বাসের রেষারেষি করে ওভারটেক এর কারনে সামনে দিক থেকে আসা একটি মারুতি গাড়ির   মুখোমুখি সংঘর্ষ হয়, যার জেরে মারুতি গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। 

যদিও কোন হতাহতের ঘটনা ঘটেনি। যারফলে ওই গাড়ির চালক সহ স্থানীয়রা  রূপনারায়ণপুর ডাবর মোড়ে  কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ আসে এবং পরিস্থিতি  স্বাভাবিক  হয়। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় লোকজন জানান, এখানে অকারণে বাস থামে।  পিছন থেকে আরেকটি বাস আসতে দেখে সে পালিয়ে যায়।  এ কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।  আজও সেই গাড়ি আরোহী একই অবস্থার শিকার হয়।