চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

যানজটে নাজেহাল অবস্থা, দুর্ঘটনা নিত্যসঙ্গী ডাবর মোড়ে


 

যানজটে নাজেহাল অবস্থা, দুর্ঘটনা নিত্যসঙ্গী ডাবর মোড়ে 


কাজল মিত্র, আসানসোল : রূপনারায়ণপুর ডাবর মোড় বাজার এলাকায় যে কোন দিন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অতিরিক্ত যানজট এবং রাস্তার পাশে ফুটপাথ না থাকার কারনে প্রায়শই  দুর্ঘটনা ঘটে।  সোমবার  আসানসোলের দিকে যাওয়া দুটি  বাসের রেষারেষি করে ওভারটেক এর কারনে সামনে দিক থেকে আসা একটি মারুতি গাড়ির   মুখোমুখি সংঘর্ষ হয়, যার জেরে মারুতি গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। 

যদিও কোন হতাহতের ঘটনা ঘটেনি। যারফলে ওই গাড়ির চালক সহ স্থানীয়রা  রূপনারায়ণপুর ডাবর মোড়ে  কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ আসে এবং পরিস্থিতি  স্বাভাবিক  হয়। তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় লোকজন জানান, এখানে অকারণে বাস থামে।  পিছন থেকে আরেকটি বাস আসতে দেখে সে পালিয়ে যায়।  এ কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।  আজও সেই গাড়ি আরোহী একই অবস্থার শিকার হয়।

Post a Comment

0 Comments