বর্ধমানের উৎসব ময়দানে সার্কাসের খেলায়  বিপুল আনন্দের সমাহার

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বর্ধমানের উৎসব ময়দানে সার্কাসের খেলায়  বিপুল আনন্দের সমাহার


 

বর্ধমানের উৎসব ময়দানে সার্কাসের খেলায়  বিপুল আনন্দের সমাহার 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শারদ উৎসবে এখন দুর্গাপুজোর মন্ডপে মণ্ডপে থিমের বাহার। বৃন্দাবন থেকে বদ্রিনাথ ধাম, কোনারক থেকে কৈলাস। ব্রেকিং নিউজ বলছে  বহুরূপে মা বিরাজমান পূজা মন্ডপে। আসলে রাজস্থানে শিল্প খোঁজা বাংলার দুর্গা পূজা সব মিলে মিশে একাকার। আর এরই মাঝে শিশু কিশোর থেকে আবালবৃদ্ধবনিতা সকলকে আনন্দ দিতে শহর বর্ধমানে সার্কাস কোম্পানি তাবু ফেলেছে। বর্ধমানের উৎসব ময়দানে শুরু হয়েছে রোলেক্স সার্কাস। 

শারদ পঞ্চমীর আনন্দঘন সন্ধায় ফিতে কেটে সার্কাস প্রর্দশনীর সূচনা করেন স্থানীয় কাউন্সিলর সনৎ বক্সী। উপস্থিত ছিলেন রোলেক্স সার্কাস কোম্পানির ম্যানেজার রাজেশ মন্ডল সহ অন্যান্যরা। 

সার্কাসে উল্লেখযোগ্য রোমাঞ্চকর খেলাগুলোর মধ্যে রয়েছে ফায়ার ড্যান্স, শাড়ির খেলা, রিং গার্ল, জ্যান্ত মাছ গিলে খেয়ে নিয়ে আবার জ্যান্ত অবস্থায় ফিরিয়ে আনা, জাগলিং এর খেলা, লোহার তৈরি গ্লোবের ভিতরে দুটি মোটরসাইকেলের ৮০ কিলোমিটার বেগে ছুটে চলা। যা দেখলে হৃদয়ে শিহরণ জাগবে। এছাড়া মনিপুরী শিল্পীদের বিভিন্ন ধরনের জিমন্যাস্টিকসের খেলাতো আছেই। সব মিলিয়ে মোট ২৬ রকমের খেলা দেখাচ্ছে রোলেক্স সার্কাস। 

আকর্ষণীয় খেলাগুলো দেখতে দেখতে চোখের পলকে দু'ঘন্টা সময় কি কেটে যাবে দর্শকরা বুঝতেই পারবেন না। তাই পুজোয় ঘোরাঘুরি, খাওয়াদাওয়ার পাশাপাশি সার্কাসের খেলা দেখার সুযোগ নিয়ে এসেছে রোলেক্স সার্কাস।

Post a Comment

0 Comments