Scrooling

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

WBSEDCL বিদ্যুৎ নিয়ে নিরাপত্তা সচেতনতা এবং পরিষেবা মেলা



 

WBSEDCL বিদ্যুৎ নিয়ে নিরাপত্তা সচেতনতা এবং পরিষেবা মেলা 


# সংবাদ প্রভাতী, ২ সেপ্টেম্বর ২০২২ 


গৌতম দাস, কুচুট : বিদ্যুৎ দপ্তরের ব্যবস্থাপনায় নিরাপত্তা সচেতনতা এবং পরিষেবা মেলা আয়োজিত হল মেমারি থানার কুচুট কালেশ্বরে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড (WBSEDCL) এর নবস্থা শাখার উদ্যোগে শুক্রবার এই কর্মসূচি আয়োজিত হয় কুচুট পঞ্চায়েতের কালেশ্বরে সমবায় সমিতি (SKUS) প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, বর্ধমান গ্রামীণ বিদ্যুতায়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তথা সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার গৌতম দত্ত,  বিদ্যুৎ দপ্তরের মেমারি বিভাগের ডিভিশনাল ম্যানেজার তথা ডি ই অর্ণব কুন্ডু, নবস্থা সিসিসি'র এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার মনোজ কুমার গড়াই, মেমারি ২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির অন্যান্য বিশিষ্টজন কুচুট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্য ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যুৎ দপ্তরের নবস্থা সিসিসি'র সিনিয়র অফিস এক্সিকিউটিভ কাজী সাফাকত ইসলাম। 

এই পরিষেবা মেলা থেকে বিদ্যুৎ গ্রাহকদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নতুন করে পরিষেবা দেওয়া জন্য ফর্ম ফিলাপের ব্যবস্থা করা হয়েছিল। অনেকেই বিদ্যুতের নতুন কানেকশনের জন্য ফর্ম ফিলাপ করেছেন। 

এছাড়া বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত সে সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়। পাশাপাশি বিদুতের লাইনে ঝড় বৃষ্টিতে কোথাও তার ছিঁড়ে পড়লে সাধারণ মানুষদের করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রর্দশনী ও পরামর্শ দেওয়ার সঙ্গে বিদ্যুৎ চুরি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সকলকে সতর্ক করা হয়। সব থেকে বড় কথা এই ধরনের পরিষেবা মেলার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ দপ্তরের সম্পর্কও ভালো থাকে।