Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Teachers Day  শিক্ষক দিবস


 

Teachers Day  

শিক্ষক দিবস 


দিলীপ রঞ্জন ভাদুড়ী 


শিক্ষা হল জ্ঞানচক্র

সবার অধিকার,

শিক্ষা গুরু দেন বিদ্যা

ঘুঁচে অন্ধকার।

আজ হল শিক্ষক দিবস

জানাই প্রনাম,

শিক্ষক কুলের প্রাপ্য এটা

তাঁদের সম্মান।

কুলগুরু সর্বপল্লী

হে রাধাকৃষ্ণণ,

তোমাকে স্মরণ করে

শিক্ষকের মান।

শিশুদের পাঠ দেওয়া

নয়তো সহজ,

কত পরিশ্রমে তাঁরা

গড়ে যে মগজ!

শিক্ষকেরা গড়ে তুলে

সুশীল সমাজ,

দেশ পায় যোগ্য জনে

যাঁরা করে রাজ।

শিক্ষা দান শিক্ষকের

বড় অহংকার,

সর্ব উর্ধে তাঁরা বসে

বিদ্যা অধিকার।

শিক্ষক বঞ্চিত কেন

রাজনীতি জালে,

জয় টিকে নেই কেন

তাঁহাদের ভালে!

কেন করে আত্মহত্যা

নিয়ে অভিমান,

শিক্ষারত্নের মৃত্যু হলে

বাড়ে কি সম্মান!

মেধার দাম নেই 

শিক্ষা অধিকারে,

মাঠে বসে কাঁদে কারা

বধির দরবারে!

হোক মুক্ত বেড়া জাল

মেধার সম্মানে,

চাই শুধু সুবিচার

শিক্ষকের মানে।