Teachers Day
শিক্ষক দিবস
দিলীপ রঞ্জন ভাদুড়ী
শিক্ষা হল জ্ঞানচক্র
সবার অধিকার,
শিক্ষা গুরু দেন বিদ্যা
ঘুঁচে অন্ধকার।
আজ হল শিক্ষক দিবস
জানাই প্রনাম,
শিক্ষক কুলের প্রাপ্য এটা
তাঁদের সম্মান।
কুলগুরু সর্বপল্লী
হে রাধাকৃষ্ণণ,
তোমাকে স্মরণ করে
শিক্ষকের মান।
শিশুদের পাঠ দেওয়া
নয়তো সহজ,
কত পরিশ্রমে তাঁরা
গড়ে যে মগজ!
শিক্ষকেরা গড়ে তুলে
সুশীল সমাজ,
দেশ পায় যোগ্য জনে
যাঁরা করে রাজ।
শিক্ষা দান শিক্ষকের
বড় অহংকার,
সর্ব উর্ধে তাঁরা বসে
বিদ্যা অধিকার।
শিক্ষক বঞ্চিত কেন
রাজনীতি জালে,
জয় টিকে নেই কেন
তাঁহাদের ভালে!
কেন করে আত্মহত্যা
নিয়ে অভিমান,
শিক্ষারত্নের মৃত্যু হলে
বাড়ে কি সম্মান!
মেধার দাম নেই
শিক্ষা অধিকারে,
মাঠে বসে কাঁদে কারা
বধির দরবারে!
হোক মুক্ত বেড়া জাল
মেধার সম্মানে,
চাই শুধু সুবিচার
শিক্ষকের মানে।