Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

SBI সমাজের মানবিক কাজে স্টেট ব্যাঙ্কের অফিসার্স সংগঠন


 

SBI সমাজের মানবিক কাজে স্টেট ব্যাঙ্কের অফিসার্স সংগঠন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  ব্যাঙ্কের নিত্যদিনের সকল কাজ সামলানোর পরও বিভিন্নভাবে সামাজিক দায়িত্ব পালনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন। বিগত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সে আয়লা বা আমফান সব সময় এই সংগঠন সীমিত ক্ষমতার মধ্যেও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগই নয়, কোভিড অতিমারীর সময় কালে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাদের সুরক্ষা ও বাঁচিয়ে তোলার জন্য কাজ করেছেন। বিভিন্ন স্তরের পিছিয়ে পড়া মানুষের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন সারা বছর ধরেই এই ধরনের নানান রকম উদ্যোগ গ্রহণ করে থাকে। যেখানে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কথা অথচ রাষ্ট্র চোখ বন্ধ করে থাকে, মানবিক দৃষ্টিকোণ থেকে সেই সমস্ত জায়গাতেই এই সংগঠন তাদের পাশে থাকার চেষ্টা করে। এস বি আই অফিসার্স অ্যাসোসিয়েশন বর্ধমান মডিউল-এর রিজিয়ন ১ এর বর্ধমান, বর্ধমান ইউনিভার্সিটি এবং আর বি ও এই তিন কম্পোজিট ইউনিটের মিলিত প্রচেষ্টায় বর্ধমান শহরের সন্নিকট গাংপুর লাগোয়া নান্দুর গ্রামে অবস্থিত নজরুল স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়-এ আবাসিক ষোল জন দৃষ্টিহীন ছাত্রদের জন্য তাদের যাতায়াত করার টোটো গাড়ির চারটি ব্যাটারি সহ আগামী দু'মাসের কিছু খাদ্য সামগ্রী সামগ্রী ওই স্কুলের পরিচালকদের হাতে তুলে দেওয়া হল। এই সমস্ত ছাত্রদের পাশে আগামী দিনেও এই সংগঠন থাকবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সংগঠনের এক ঝাঁক তরুণ সদস্য এছাড়াও বর্ধমান মডিউলের  চিফ রিজিওন্যাল সেক্রেটারি প্রবীর সরখেল,  কেন্দ্রীয় কমিটির সদস্য সুদীপ মিত্র,  রিজিওন্যাল সেক্রেটারি তাপস দেবনাথ,  রিজিওন্যাল প্রেসিডেন্ট সুমন্ত দাস প্রমুখ।