SBI সমাজের মানবিক কাজে স্টেট ব্যাঙ্কের অফিসার্স সংগঠন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

SBI সমাজের মানবিক কাজে স্টেট ব্যাঙ্কের অফিসার্স সংগঠন


 

SBI সমাজের মানবিক কাজে স্টেট ব্যাঙ্কের অফিসার্স সংগঠন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  ব্যাঙ্কের নিত্যদিনের সকল কাজ সামলানোর পরও বিভিন্নভাবে সামাজিক দায়িত্ব পালনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন। বিগত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সে আয়লা বা আমফান সব সময় এই সংগঠন সীমিত ক্ষমতার মধ্যেও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগই নয়, কোভিড অতিমারীর সময় কালে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাদের সুরক্ষা ও বাঁচিয়ে তোলার জন্য কাজ করেছেন। বিভিন্ন স্তরের পিছিয়ে পড়া মানুষের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন সারা বছর ধরেই এই ধরনের নানান রকম উদ্যোগ গ্রহণ করে থাকে। যেখানে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কথা অথচ রাষ্ট্র চোখ বন্ধ করে থাকে, মানবিক দৃষ্টিকোণ থেকে সেই সমস্ত জায়গাতেই এই সংগঠন তাদের পাশে থাকার চেষ্টা করে। এস বি আই অফিসার্স অ্যাসোসিয়েশন বর্ধমান মডিউল-এর রিজিয়ন ১ এর বর্ধমান, বর্ধমান ইউনিভার্সিটি এবং আর বি ও এই তিন কম্পোজিট ইউনিটের মিলিত প্রচেষ্টায় বর্ধমান শহরের সন্নিকট গাংপুর লাগোয়া নান্দুর গ্রামে অবস্থিত নজরুল স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়-এ আবাসিক ষোল জন দৃষ্টিহীন ছাত্রদের জন্য তাদের যাতায়াত করার টোটো গাড়ির চারটি ব্যাটারি সহ আগামী দু'মাসের কিছু খাদ্য সামগ্রী সামগ্রী ওই স্কুলের পরিচালকদের হাতে তুলে দেওয়া হল। এই সমস্ত ছাত্রদের পাশে আগামী দিনেও এই সংগঠন থাকবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সংগঠনের এক ঝাঁক তরুণ সদস্য এছাড়াও বর্ধমান মডিউলের  চিফ রিজিওন্যাল সেক্রেটারি প্রবীর সরখেল,  কেন্দ্রীয় কমিটির সদস্য সুদীপ মিত্র,  রিজিওন্যাল সেক্রেটারি তাপস দেবনাথ,  রিজিওন্যাল প্রেসিডেন্ট সুমন্ত দাস প্রমুখ।

Post a Comment

0 Comments