মেহেমুদ খান আবারও তৃণমূলের ব্লক সভাপতি, জামালপুর জুড়ে খুশির জোয়ার
অতনু হাজরা, জামালপুর : জামালপুর জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে খুশির আমেজ। নতুন করে আবার ব্লক সভাপতির দায়িত্ব পেলেন জামালপুরের লড়াকু নেতা মেহেমুদ খান। আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের ব্লক ও শহর কমিটি গুলো ঘোষণা করা হয়। সেখানে জামালপুর ব্লকের সভাপতি হিসাবে মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, মহিলা সভাপতি মিঠু মাঝি ও আই এন টি টি ইউ সি র সভাপতি তাবারক আলী মণ্ডল এর নাম জানানো হয়। এই খবর জামালপুর পৌঁছাতেই কর্মী সমর্থকরা ব্লকের দলীয় কার্যালয়ে এসে ভিড় জমায়। আসলে মেহেমুদ খান নতুন করে সভাপতি নির্বাচিত হওয়ায় খুশির জোয়ার জামালপুরে। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা তাঁদের সম্বর্ধনা জানাতে ছুটে আসেন।