নবান্ন অভিযানকে সামনে রেখে বিজেপির পথসভা
অতনু হাজরা, জামালপুর : নবান্ন অভিযান সফল করে তুলতে বিজেপি জোরদার প্রচারে নেমেছে। আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপি'র রাজ্য নেতৃত্ব নানা দুর্নীতি সহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই অভিযানকে সামনে রেখে জামালপুরে বিজেপির ১১ নং মণ্ডলের উদ্যোগে শনিবার কলারাঘাটে একটি পথ সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন বর্ধমান সদর জেলা সহ সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, জেলা কিষাণ মোর্চার সভাপতি বিমান রায়, কিষান মোর্চার রাজ্য কমিটির সদস্য দেবাশীষ সরকার, বিধানসভার প্রাক্তন কনভেনর জিতেন ডকাল, বর্তমান কনভেনর সুধাময় ব্যানার্জী মন্ডল, সভাপতি সুভাষ কোলে সহ অন্যান্যরা।