Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নবান্ন অভিযানকে সামনে রেখে বিজেপির পথসভা


 

নবান্ন অভিযানকে সামনে রেখে বিজেপির পথসভা 


অতনু হাজরা, জামালপুর :  নবান্ন অভিযান সফল করে তুলতে বিজেপি জোরদার প্রচারে নেমেছে। আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপি'র রাজ্য নেতৃত্ব নানা দুর্নীতি সহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই অভিযানকে সামনে রেখে জামালপুরে বিজেপির ১১ নং মণ্ডলের উদ্যোগে শনিবার কলারাঘাটে একটি পথ সভার আয়োজন করা হয়। 

উপস্থিত ছিলেন বর্ধমান সদর জেলা সহ সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী,  জেলা কিষাণ মোর্চার সভাপতি বিমান রায়,  কিষান মোর্চার রাজ্য কমিটির সদস্য দেবাশীষ সরকার, বিধানসভার প্রাক্তন কনভেনর জিতেন ডকাল, বর্তমান কনভেনর সুধাময় ব্যানার্জী মন্ডল, সভাপতি সুভাষ কোলে সহ অন্যান্যরা।