২৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্যোগে পুষ্টি সচেতনতা  শিবির

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

২৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্যোগে পুষ্টি সচেতনতা  শিবির


 

২৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্যোগে পুষ্টি সচেতনতা  শিবির 

# সংবাদ প্রভাতী, ৫ সেপ্টেম্বর ২০২২

কাজল মিত্র , আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের ২৬টি আঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্যোগে দেন্দুয়ার কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো পুষ্টি সচেতনতা  শিবির। অনুষ্ঠানের প্রথমে শিক্ষক দিবস উপলক্ষে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণকে শ্রদ্ধাঞ্জলি জানান সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি ও সিডিপিও মোনাদীপা মাজি এবং সুপার ভাইজার তপতি লায়েক, দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শিমুলা মারান্ডি, উপ প্রধান রঞ্জন দত্ত সহ চাইল্ড লাইন থেকে উপস্থিত ছিলেন স্বপন মান্না সহ আরো অনেকে।এলাকার গর্ভবতী ও প্রসূতি মহিলা এবং ছোট ছোট শিশুদের পুষ্টি বিষয়ে বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা করেন সালানপুর ব্লকের সিডিপিও। তিনি বলেন, কি কি খাবার খাওয়ালে শিশুদের পুষ্টি বাড়ে এবং গর্ভবতী মায়েদের কি কি পুষ্টি খাবার খাওয়া উচিত, সেই সব বিষয়ে সচেতন করেন তিনি। 

তাছাড়া আগত প্রত্যেক অতিথিদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় আঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির পক্ষ থেকে। আঙ্গনওয়াড়ি কেন্দ্র ও কমিউনিটি হলের ময়দানে বেশ কয়েকটি ফলের চারা লাগানো হয়। এই অনুষ্ঠানে নাচ-গান আবৃতি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া এদিন উপস্থিত ছিলেন ২৬টি আঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকা সহ এলাকার বহু গর্ববতী মহিলা ও শিশুরা।

Post a Comment

0 Comments