হেরোইন সহ গ্রেপ্তার ২
কাজল মিত্র, আসানসোল : অন্ডাল থানার পুলিশ বড়সড় সাফল্য পেল। ২০.৮৮ গ্রাম হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ। ঘটনার সম্পর্কে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে কাজোরা লছিপুর ক্যান্টিন সংলগ্ন এলাকা থেকে নীতিশ কুমার সাউ (গুলু) ও আকাশ ভূঁইয়া নামে দুজনকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। তাদের সাথে থাকা মোটর বাইক থেকে তল্লাশি চালিয়ে হেরোইন উদ্ধার হয়। মোটর বাইকের সিটের তলায় লুকানো ছিল হেরোইন। হেরোইন পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত দুজনকে। তাদের বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে তোলা হয়।
জানা যায় বীরভূম জেলার সিউড়ি থেকে এই হেরোইন তারা সংগ্রহ করেছিল ধৃত দু'জন। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নিয়েছে পুলিশ।