চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

হেরোইন সহ  গ্রেপ্তার ২


 

হেরোইন সহ  গ্রেপ্তার ২ 


কাজল মিত্র, আসানসোল : অন্ডাল থানার পুলিশ বড়সড় সাফল্য পেল।  ২০.৮৮ গ্রাম হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ। ঘটনার সম্পর্কে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে  গভীর রাতে  কাজোরা লছিপুর ক্যান্টিন সংলগ্ন এলাকা থেকে নীতিশ কুমার সাউ (গুলু) ও আকাশ ভূঁইয়া নামে দুজনকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। তাদের সাথে থাকা মোটর বাইক থেকে তল্লাশি চালিয়ে হেরোইন উদ্ধার হয়। মোটর বাইকের সিটের তলায় লুকানো ছিল হেরোইন। হেরোইন পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত দুজনকে। তাদের বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে তোলা হয়।

জানা যায় বীরভূম জেলার সিউড়ি থেকে এই হেরোইন তারা সংগ্রহ করেছিল  ধৃত দু'জন। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Post a Comment

0 Comments