Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বিজ্ঞান ভিত্তিক নাটক প্রতিযোগিতা

 


বিজ্ঞান ভিত্তিক নাটক প্রতিযোগিতা 



 ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  বর্ধমান সায়েন্স সেন্টার এর উদ্যোগে আয়োজিত হল বিজ্ঞান ভিত্তিক নাটক প্রতিযোগিতা। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার আটটি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম স্থান অর্জন করে জামালপুর ব্লকের ঝাপানডাঙা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় বলছি দুই ব্লকের ভূঁড়ি উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে বর্ধমান শহরের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়।

এই প্রতিযোগিতা ঘিরে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিখিলেশ বিশ্বাস জানান, ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করতে বিজ্ঞান কেন্দ্র এই প্রতিযোগিতার আয়োজন করেছে। কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কোনার জানান, এই ধরনের অনুষ্ঠান ও প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়ানো অনেক সহজ। বিজ্ঞান কেন্দ্রের এই ধরণের উদ্যোগ প্রসংশনীয়।