Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

অসহায় শিশুর জন্য 'সাহায্যের হাত'


 

অসহায় শিশুর জন্য 'সাহায্যের হাত' 


অতনু হাজরা, শম্ভুপুর : পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের শম্ভুপুর গ্রামে ইঁট ভাটায় কর্মরত দিনমজুর রাজু সর্দার। তার দুটি সন্তানের মধ্যে একজন আকাশ যে জন্ম থেকেই খনা। অনেক চিকিৎসা করিয়ে অবশেষে ১৬ সেপ্টেম্বর তার অপারেশনের ডেট হয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

 কিন্তু রাজু সর্দারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ যে কলকাতায় যাবার মত অর্থের সংস্থানও তার নেই। তাই তাদের আর্থিক ভাবে সাহায্য করতে এগিয়ে এলো সাদিপুর এর একটি স্বেচ্ছাসেবী সংস্থা 'সাহায্যের হাত'। আজ তারা রাজু সর্দারের বাড়িতে গিয়ে তার হাতে কিছু টাকা এবং দুর্গা পূজা উপলক্ষ্যে বাচ্চাটির জন্য জামা ও প্যান্ট তুলে দেয়। তাদের এই সাহায্যে আপ্লুত রাজু সর্দার ও তাঁর পরিবার। তারা ধন্যবাদ জানান 'সাহায্যের হাত' স্বেচ্ছাসেবী সংস্থা-কে। 

সাহায্যের হাত-এর  সভাপতি অমিত কুমার মন্ডল বাচ্চাটির দ্রুত আরোগ্য কামনা করেন। তাদের এই কাজে খুশি এলাকার মানুষ।