Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় শিশুর জন্য 'সাহায্যের হাত'


 

অসহায় শিশুর জন্য 'সাহায্যের হাত' 


অতনু হাজরা, শম্ভুপুর : পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের শম্ভুপুর গ্রামে ইঁট ভাটায় কর্মরত দিনমজুর রাজু সর্দার। তার দুটি সন্তানের মধ্যে একজন আকাশ যে জন্ম থেকেই খনা। অনেক চিকিৎসা করিয়ে অবশেষে ১৬ সেপ্টেম্বর তার অপারেশনের ডেট হয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

 কিন্তু রাজু সর্দারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ যে কলকাতায় যাবার মত অর্থের সংস্থানও তার নেই। তাই তাদের আর্থিক ভাবে সাহায্য করতে এগিয়ে এলো সাদিপুর এর একটি স্বেচ্ছাসেবী সংস্থা 'সাহায্যের হাত'। আজ তারা রাজু সর্দারের বাড়িতে গিয়ে তার হাতে কিছু টাকা এবং দুর্গা পূজা উপলক্ষ্যে বাচ্চাটির জন্য জামা ও প্যান্ট তুলে দেয়। তাদের এই সাহায্যে আপ্লুত রাজু সর্দার ও তাঁর পরিবার। তারা ধন্যবাদ জানান 'সাহায্যের হাত' স্বেচ্ছাসেবী সংস্থা-কে। 

সাহায্যের হাত-এর  সভাপতি অমিত কুমার মন্ডল বাচ্চাটির দ্রুত আরোগ্য কামনা করেন। তাদের এই কাজে খুশি এলাকার মানুষ।