হরেক রকম পদ নিয়ে হাজির রান্নাঘর
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের ঝুলন তলায় দামোদর সংলগ্ন তীরে সুন্দর মনোরম পরিবেশে রান্নাঘর নামে একটি ঘরোয়া, সুন্দর ছিমছাম রেস্টুরেন্টের উদ্বোধন হলো। এখানে নানা ধরনের খাবার তা সে চাইনিজ হোক বা নুডুলস সব খাবারই হাতে গরম পাওয়া যাবে। রান্নাঘরের অন্যতম কর্ণধার অভীক বাবু জানান।
যে কোনো ধরনের খাবারই অর্ডার অনুযায়ী করা হবে। সাধারণত যে সমস্ত খাবার রেস্টুরেন্টে পাওয়া যায় সেগুলো তো থাকবেই তার সাথে নতুন নতুন নানা পদও পাওয়া যাবে। তন্দুরি চা নামে বিশেষ একটি চা পাওয়া যাচ্ছে। পুজোর সময় বা অন্যান্য সময় হোম ডেলিভারির ব্যবস্থা থাকছে। প্রথম দিনেই যথেষ্ট ভিড় দেখা যায় রান্নাঘর রেস্টুরেন্টে।