Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বেহাল রাস্তায় ফুল গাছের চারা পুঁতে অভিনব প্রতিবাদে কংগ্রেস 


বেহাল রাস্তায় ফুল গাছের চারা পুঁতে অভিনব প্রতিবাদে কংগ্রেস  


কাজল মিত্র, আসানসোল : রাস্তা খারাপ, খানাখন্দে আসল রাস্তার চেহারাই খুঁজে পাওয়া দায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পথে নামলো কংগ্রেসীরা। রবিবার কংগ্রেসের হিরাপুর ব্লক মাইনরিটি সেলের পক্ষ থেকে অভিনব কায়দায় প্রতিবাদ জানান নেতৃত্ব ও কর্মীরা। আজ হিরাপুর ৮৪  নম্বর ওয়ার্ডের আজাদ নগর মোড় থেকে রহমত নগর মোড় চাবি মোড় এবং  আলম নগর মোড় থেকে মমতা এপার্টমেন্ট মোড় পর্যন্ত রাস্তায় যে অবস্থা আছে সেই নিয়ে একটা বিক্ষোভ প্রদর্শন করে তারা। তাদের এই বিক্ষোভ প্রদর্শন অভিনব পদ্ধতিতে চলে। এদিন তারা ফুল গাছের চারা নিয়ে জল ভর্তি রাস্তায় পুঁতে বিক্ষোভ দেখান।

এদিন আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের সভাপতি শাহ আলম খান জানান, এই ৮৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের এই রাস্তা চোখে পড়েনা।  তাদের কাজ শুধু ফুলের তোড়া নিয়ে গিয়ে মেয়র নেতা মন্ত্রীদের দেওয়া আর খুশি করা।আর তাই এই  পিচের রাস্তা  মাটির  রাস্তায় রূপান্তরিত হবার পর  এই মাটির রাস্তায়  ফুলের গাছ লাগাচ্ছি যাতে ওই ফুল দিয়ে তারা নেতা মন্ত্রীদের দিতে পারে। তাদের দাবি এই রাস্তা দ্রুত সংস্কার করা হোক তা নাহলে তারা স্থানীয়দের নিয়ে আসানসোল কর্পোরেশন ঘেরাও করে জোরালো  আন্দোলনে নামবেন।