Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বেহাল রাস্তায় ফুল গাছের চারা পুঁতে অভিনব প্রতিবাদে কংগ্রেস 


বেহাল রাস্তায় ফুল গাছের চারা পুঁতে অভিনব প্রতিবাদে কংগ্রেস  


কাজল মিত্র, আসানসোল : রাস্তা খারাপ, খানাখন্দে আসল রাস্তার চেহারাই খুঁজে পাওয়া দায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পথে নামলো কংগ্রেসীরা। রবিবার কংগ্রেসের হিরাপুর ব্লক মাইনরিটি সেলের পক্ষ থেকে অভিনব কায়দায় প্রতিবাদ জানান নেতৃত্ব ও কর্মীরা। আজ হিরাপুর ৮৪  নম্বর ওয়ার্ডের আজাদ নগর মোড় থেকে রহমত নগর মোড় চাবি মোড় এবং  আলম নগর মোড় থেকে মমতা এপার্টমেন্ট মোড় পর্যন্ত রাস্তায় যে অবস্থা আছে সেই নিয়ে একটা বিক্ষোভ প্রদর্শন করে তারা। তাদের এই বিক্ষোভ প্রদর্শন অভিনব পদ্ধতিতে চলে। এদিন তারা ফুল গাছের চারা নিয়ে জল ভর্তি রাস্তায় পুঁতে বিক্ষোভ দেখান।

এদিন আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের সভাপতি শাহ আলম খান জানান, এই ৮৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের এই রাস্তা চোখে পড়েনা।  তাদের কাজ শুধু ফুলের তোড়া নিয়ে গিয়ে মেয়র নেতা মন্ত্রীদের দেওয়া আর খুশি করা।আর তাই এই  পিচের রাস্তা  মাটির  রাস্তায় রূপান্তরিত হবার পর  এই মাটির রাস্তায়  ফুলের গাছ লাগাচ্ছি যাতে ওই ফুল দিয়ে তারা নেতা মন্ত্রীদের দিতে পারে। তাদের দাবি এই রাস্তা দ্রুত সংস্কার করা হোক তা নাহলে তারা স্থানীয়দের নিয়ে আসানসোল কর্পোরেশন ঘেরাও করে জোরালো  আন্দোলনে নামবেন।