Scrooling

সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগ


 

অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অনলাইনে প্রতারণার জাল বাড়ছে। এক প্রোডাক্ট অর্ডার করলে অন্য জিনিস আসার মত ঘটনা আকছাড় ঘটছে। পুজোর মুখে এই অবস্থার ভুক্তভোগী অনেকে। সম্প্রতি বর্ধমানের গোলাপবাগ মোড়ের বাসিন্দা এস চৌধুরী  'ফ্লিপকার্ট অ্যাপ' থেকে একটি ব্লেজার অর্ডার করেন।  নির্দিষ্ট সময়ে একটি পার্সেল আসে। পার্সেল খুলে দেখা যায়,  ব্লেজারের পরিবর্তে একটি বাচ্চা মেয়ের চামড়ার জ্যাকেট আছে।

 তখন তিনি তা পরিবর্তনের দাবি জানান। তার অভিযোগ, কিন্তু গত এক সপ্তাহে ডেলিভারি বয় নানাভাবে জিনিস নিতে অস্বীকার করে। বারবার এসে জিনিস পিকআপ না করেই তাঁরা ফিরে যান।

চৌধুরী বাবু এই প্রতারণার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এই বিষয় নিয়ে তিনি ই-মেলে ক্রেতা সুরক্ষা দপ্তর, পূর্ব বর্ধমানের জেলাশাসক এবং এস ডি ও-কে অভিযোগ করেছেন।