Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগ


 

অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অনলাইনে প্রতারণার জাল বাড়ছে। এক প্রোডাক্ট অর্ডার করলে অন্য জিনিস আসার মত ঘটনা আকছাড় ঘটছে। পুজোর মুখে এই অবস্থার ভুক্তভোগী অনেকে। সম্প্রতি বর্ধমানের গোলাপবাগ মোড়ের বাসিন্দা এস চৌধুরী  'ফ্লিপকার্ট অ্যাপ' থেকে একটি ব্লেজার অর্ডার করেন।  নির্দিষ্ট সময়ে একটি পার্সেল আসে। পার্সেল খুলে দেখা যায়,  ব্লেজারের পরিবর্তে একটি বাচ্চা মেয়ের চামড়ার জ্যাকেট আছে।

 তখন তিনি তা পরিবর্তনের দাবি জানান। তার অভিযোগ, কিন্তু গত এক সপ্তাহে ডেলিভারি বয় নানাভাবে জিনিস নিতে অস্বীকার করে। বারবার এসে জিনিস পিকআপ না করেই তাঁরা ফিরে যান।

চৌধুরী বাবু এই প্রতারণার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এই বিষয় নিয়ে তিনি ই-মেলে ক্রেতা সুরক্ষা দপ্তর, পূর্ব বর্ধমানের জেলাশাসক এবং এস ডি ও-কে অভিযোগ করেছেন।