Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ জামালপুরে


 

তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ জামালপুরে 


অতনু হাজরা, অমরপুর :  তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার আগেই ২০০৮ ও ২০১০ সালে পূর্ব বর্ধমানের জামালপুরের অমরপুরে উত্তম ভুল, ঈশায়াক মল্লিক ও পাঁচুগোপাল রুইদাস এই তিনজন খুন হয়েছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল গোটা জামালপুর। অভিযোগ সিপিআইএমের  হার্মাদ বাহিনীর হাতে খুন হন ওই তিন তৃণমূল কর্মী। তার পরে অনেক লড়াই সংগ্রামের পর দল ২০১১ সালে ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর দল এই শহীদদের স্বীকৃতি দিয়েছে। অমরপুরে তাঁদের স্মৃতির উদ্দেশ্যে একটি শহীদ বেদি বানানো হয়। প্রতিবছর আজকের দিনে সেখানে গিয়ে শহীদ বেদীতে মাল্য দান করে শহীদদের সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। 

আজ সেখানে তাঁদের সম্মান ও শ্রদ্ধা জানাতে উপস্থিত হন  জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, জেলার যুব সভাপতি তথা বিধায়ক অলক কুমার মাঝি,  যুব তৃণমূলের ব্লক সভাপতি ভূতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, এস সি সেলের সভাপতি উত্তম হাজারী,  সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, শ্রমিক নেতা তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সাহাবুদ্দিন শেখ সহ স্থানীয় নেতৃত্ব ও শহীদ পরিবারের সদস্যরা।

 মেহেমুদ খান বলেন উত্তম ভুল, ঈশায়ক মল্লিক ও পাঁচুগোপাল রুইদাসের অবদান কখনোই ভোলার নয়। তাঁরা যে কাজ সম্পূর্ন করে যেতে পারেননি সেই কাজ  তাঁদেরই করতে হবে বলে তিনি জানান। তার সাথে এটাও বলেন দল ক্ষমতায় এসে এই শহীদ পরিবার গুলোকে ভুলে যায় নি। প্রতিটি পরিবারকেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছেন। উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মেহেমুদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।