পিতৃতর্পণে ভিড়, আনন্দময়ী মহামায়ার পদধ্বনিতে আনন্দের দিন গোনা শুরু

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পিতৃতর্পণে ভিড়, আনন্দময়ী মহামায়ার পদধ্বনিতে আনন্দের দিন গোনা শুরু

 


পিতৃতর্পণে ভিড়, আনন্দময়ী মহামায়ার পদধ্বনিতে আনন্দের দিন গোনা শুরু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  “আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মনজিত ধরনীর বহিরাকাশি অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগতমাতার আগমনবার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি।”

কাক ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়া এরপর সাত সকাল থেকেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে শেষ হল পিতৃপক্ষ। জগতমাতার আগমনবার্তা দিয়ে সূচনা হল দেবীপক্ষের। রবিবার সকালে পূর্বপুরুষদের স্মরণ করে তাদের উদ্দেশ্যে জল নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। আজ গঙ্গা থেকে দামোদর সর্বত্র পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আজ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনা মহকুমার ধাত্রীগ্রাম মালতিপুর মোড় পুণ্যিরঘাটে পিতৃতর্পণ করেন। বহু সাধারণ মানুষের মাঝে গঙ্গার জলে দাঁড়িয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এখানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এরপর মন্ত্রী স্বপন দেবনাথ এলাকার গরীব এবং অসহায় মানুষদের নতুন বস্ত্র প্রদান করেন। সকলের উদ্দেশ্যে বার্তা দেন সম্প্রীতির বাতাবরণে উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করতে।

দামোদর নদের বর্ধমান সদর ঘাটেও কৃষক সেতুর অদূরে পুরুষ ও মহিলাদের বিপুল সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। দামোদর নদের তীরে পুরোহিতরা জলে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা মানুষকে পিতৃতর্পণ করান।

এছাড়াও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন নদ নদী ও জলাশয়ে বহু মানুষকে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে দেখা যায়।  

Post a Comment

0 Comments