Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পিতৃতর্পণে ভিড়, আনন্দময়ী মহামায়ার পদধ্বনিতে আনন্দের দিন গোনা শুরু

 


পিতৃতর্পণে ভিড়, আনন্দময়ী মহামায়ার পদধ্বনিতে আনন্দের দিন গোনা শুরু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  “আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মনজিত ধরনীর বহিরাকাশি অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগতমাতার আগমনবার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি।”

কাক ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহালয়া এরপর সাত সকাল থেকেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের মাধ্যমে শেষ হল পিতৃপক্ষ। জগতমাতার আগমনবার্তা দিয়ে সূচনা হল দেবীপক্ষের। রবিবার সকালে পূর্বপুরুষদের স্মরণ করে তাদের উদ্দেশ্যে জল নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। আজ গঙ্গা থেকে দামোদর সর্বত্র পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আজ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনা মহকুমার ধাত্রীগ্রাম মালতিপুর মোড় পুণ্যিরঘাটে পিতৃতর্পণ করেন। বহু সাধারণ মানুষের মাঝে গঙ্গার জলে দাঁড়িয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এখানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এরপর মন্ত্রী স্বপন দেবনাথ এলাকার গরীব এবং অসহায় মানুষদের নতুন বস্ত্র প্রদান করেন। সকলের উদ্দেশ্যে বার্তা দেন সম্প্রীতির বাতাবরণে উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করতে।

দামোদর নদের বর্ধমান সদর ঘাটেও কৃষক সেতুর অদূরে পুরুষ ও মহিলাদের বিপুল সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। দামোদর নদের তীরে পুরোহিতরা জলে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা মানুষকে পিতৃতর্পণ করান।

এছাড়াও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন নদ নদী ও জলাশয়ে বহু মানুষকে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে দেখা যায়।