Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সুফল বাংলার বিপণী কেন্দ্রের উদ্বোধন


 

সুফল বাংলার বিপণী কেন্দ্রের উদ্বোধন 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও বার্ণপুরে "সুফল বাংলা” প্রকল্পে দুটি বিপণী কেন্দ্রের উদ্বোধন হলো। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপনন দপ্তরের উদ্যোগে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপনন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না এবং রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। 

এই উপলক্ষে এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বেচারাম মান্না এবং রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি,  আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, ইন্দ্রানী মিশ্র, মানস দাস ও সুব্রত অধিকারী, পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশনের এমডি কৌশিক সাহা, সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর গৌতম মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক ( সাধারণ) সঞ্জয় পাল ও ডিপিআরডিও তমোজিৎ চক্রবর্তী।

মন্ত্রী বেচারাম মান্না বলেন, আসানসোল এবং বার্নপুরে দুটি সুফল বাংলা স্টল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হলো। এখানকার সাধারণ মানুষ ন্যায্য মূল্যে ফসল পাবে। এছাড়াও চাষীদের উৎপন্ন সুগন্ধি চাল, ডাল, তেল, মধু সবকিছু এখানে ন্যায্য মূল্যে পাওয়া যাবে। মানুষের সুবিধা এখানে অনেক হবে এবং চাহিদা অনুপাতে আমরা এখানে স্টল আরো বাড়াতে থাকবো। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ৩৫৮টি স্টল চালু করা হয়েছে।