সুফল বাংলার বিপণী কেন্দ্রের উদ্বোধন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

সুফল বাংলার বিপণী কেন্দ্রের উদ্বোধন


 

সুফল বাংলার বিপণী কেন্দ্রের উদ্বোধন 


কাজল মিত্র, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও বার্ণপুরে "সুফল বাংলা” প্রকল্পে দুটি বিপণী কেন্দ্রের উদ্বোধন হলো। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপনন দপ্তরের উদ্যোগে প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপনন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না এবং রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। 

এই উপলক্ষে এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বেচারাম মান্না এবং রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি,  আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, ইন্দ্রানী মিশ্র, মানস দাস ও সুব্রত অধিকারী, পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশনের এমডি কৌশিক সাহা, সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর গৌতম মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক ( সাধারণ) সঞ্জয় পাল ও ডিপিআরডিও তমোজিৎ চক্রবর্তী।

মন্ত্রী বেচারাম মান্না বলেন, আসানসোল এবং বার্নপুরে দুটি সুফল বাংলা স্টল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হলো। এখানকার সাধারণ মানুষ ন্যায্য মূল্যে ফসল পাবে। এছাড়াও চাষীদের উৎপন্ন সুগন্ধি চাল, ডাল, তেল, মধু সবকিছু এখানে ন্যায্য মূল্যে পাওয়া যাবে। মানুষের সুবিধা এখানে অনেক হবে এবং চাহিদা অনুপাতে আমরা এখানে স্টল আরো বাড়াতে থাকবো। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ৩৫৮টি স্টল চালু করা হয়েছে। 

Post a Comment

0 Comments